ভারতের বিপক্ষে শেষ ওভারে শ্বাসরুদ্ধকার জয়ে আগেরদিন প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে ঘরের মাঠে নারী বিশ্বকাপে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে হারিয়ে তারা বড় অঘটনের জন্ম দিল। শেষ বেলায় হঠাৎ ব্যাটিং ধসে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা চক দিয়ে ম্যাচ জিতে নিল। তারা জিতেছে ছয় রানে। শেষ বেলায় ব্যাটিং ধসই ইংল্যান্ডের হারের অন্যতম কারণ। কেপ টাউনে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৬৪ রান করে স্বাগতিকরা। জবাবে আট উইকেটে ১৫৮ রানে থেমে যায় ইংলিশরা।
টুর্নামেন্টের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল প্রোটিয়া মেয়েদের। ঘরের মাঠে সেই দক্ষিণ আফ্রিকার মহিলা দলই বড় অঘটন ঘটাল। রোববার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।
টসে জিতে প্রথমে ব্যাট করেত নেমে দুই ওপেনারের সৌজন্যে ভালো পুজি পেয়ে যায় প্রোটিয়ারা। লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস প্রথম উইকেটে ৯৬ রান তুলে দেন। উলভার্ট ৫৪ বলে ৫৩ রানে আউট হন।
ব্রিটস ফিরে যান ৫৫ বলে ৬৮ রানে। তবে মারিজেন ক্যাপ ১৩ বলে ঝড়ো ২৭ রানে অপরাজিত থেকে দলকে লড়াই করার মতো স্কোরে নিয়ে যান। চার উইকেটে ১৬৪ তোলে দক্ষিণ আফ্রিকা।
শুরুটা দাপটের সঙ্গে করেছিল ইংল্যান্ড। ড্যানি ওয়্যাট এবং সোফিয়া ডাঙ্কলে ওপেনিং জুটিতেই ৫৩ রান তুলে ফেলেন। পরের দিকে দলকে টানেন ন্যাট শিভার-ব্রান্ট এবং অধিনায়ক হিদার নাইট।
একটা সময় তাদের স্কোর ছিল তিন উইকেটে ১৩২। সেখান থেকে ২১ রানে পাঁচ উইকেট হারিয়ে অপ্রত্যাশিত হেরে বসে।
দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল তিনটি এবং আয়াবঙ্গা খাকা চারটি উইকেট নিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/জেএম