স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন টাইগাররা খেলছেন ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে মাশরাফি বাহিনী। ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এ টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার ও রংপুরের তরুণ ক্রিকেটার আরিফুল হক।
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সৌম্য সরকার ও আরিফুল হক।
এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক।
মিনহাজুল আবেদিন আরও বলেন, সৌম্য-আরিফুল দু’জনই আমাদের টি-টোয়েন্টি দলের সদস্য। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তাদের এখনই ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামী ১ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। শেষ হবে ৫ আগস্ট।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকেই আয়ারল্যান্ড উড়ে যাবেন সৌম্য। সেখানে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সৌম্য। ওয়ানডে দলেও আছেন তিনি। তবে ওয়ানডে দলের নেতৃত্বে দেবেন মোমিনুল হক।