পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। জরুরি পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। পিএসএলে পাকিস্তানের পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাইকে দলে নিয়েছে পেশোয়ার। সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে পিএসএল কর্তৃপক্ষ সাকিবের চলে যাওয়ার বিষয়টি জানায়।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে পেশোয়ার জালমির হয়ে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল সাকিবের। তবে দলটি প্লে-অফে উঠলে সাকিব আবার এই দলের সঙ্গে যোগ দিতে পারেন।
সাকিব জানান, "গুরুত্বপূর্ণব্যক্তিগত কারণে আমাকে আপাতত পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। আমি জানি, এখানে আমার অনেক প্রবল সমর্থকগোষ্ঠি আছে এবং এই দর্শকদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য উন্মুখ ছিলাম।”
তিনি যুক্ত করেন, "তবে হতাশ হওয়ার কিছুনেই। পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখার জন্য টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে কোনো একটি পর্যায়ে আমি আবার ফিরব।”
পিএসএলে এবার একটি ম্যাচ খেললেও বলার মতো কিছুকরতে পারেননি তিনি। বিপিএলে তার দল বাদ যাওয়ার পরদিনই পাকিস্তান চলে যান। আগেরদিন রাতে গিয়ে পরেরদিন মাঠে নেমে পড়েন সাকিব।
এই বাঁ-হাতি অলরাউন্ডার তিন ওভারে দেন ৩২ রান। এক বলে করেন এক রান। তবে ওই ম্যাচে তার দল জিতে যায় দুই রানে।
স্পোর্টসমেইল২৪/জেএম