টানা তিন বিশ্বকাপে সব ম্যাচে হারের পর এবার অন্তত একটি ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় চলমান মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে এবার নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ..
শুক্রবার কেপটাউনে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। জবাবে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় আট উইকেটে ১১৮ রান করতে পারে বাংলাদেশ। ৭১ রানে বড় ব্যবধানে হারে নিগার সুলতানার দল।
প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডও হেরেছিল। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না দু'দলেরই। কিন্তু সেই লড়াইয়ে টিতে থাকতে পারলো না বাংলাদেশ।
২১ ফেব্রুয়ারী শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আরেকটি জয়হীন বিশ্বকাপের শেষের দিকে বাংলাদেশের মেয়েরা।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের উপর তান্ডব চালান নিউজিল্যান্ডের দুই ওপেনার বেজাইডেনহট ও সুজি বেটস। বেজাইডেনহট ৪৪ করে আউট ভাঙে ৭৭ রানের উদ্বোধনী জুটি।
এরপর থেকেই আরও আক্রমণাত্বক হয়ে যান সুজি। ৬১ বলে সাত চার ও এক ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন সুজি। শেষদিকে ২০ বলে অপরাজিত ৪৪ রান করেন ম্যাড্ডি গ্রিন। সাত বোলার দিয়ে বোলিং করা বাংলাদেশের ফাহিমা খাতুন নেন দুটি উইকেট।
জবাবে বাংলাদেশের সেই ব্যাটিং ব্যর্থতা। ওপেনার শামীমা সুলতানা (১৪), মুর্শিদা খাতুন (৩০) ও স্বর্ণা আক্তার (৩১) ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌছাতে পারেননি। এডেন কারসন সর্বোচ্চ তিন উইকেট নেন।
স্পোর্টসমেইল২৪/জেএম