বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছে তার দল। কয়েকদিনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হল কই? উড়াল দিতে হল পাকিস্তানে। এবার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন।
সোমবার থেকে শুরু হওয়া পিএসএলে সাকিবের দল পেশোয়ার জালমি। সোমবার রাত ১টায় তার পকিস্তানের বিমান ধরার কথা ছিল।
এবার নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পায়নি। তবে বিপিএলে দরুন ফর্মেছিলেন সাকিব। ফরচুন বরিশালের হয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেরই দুর্দান্তপাফর্ম করেছেন।
তবে এলিমিনেটর পর্বেরংপুর রাইডার্সের কাছে হেরে বিপিএল থেকে তার দল বিদায় নেয়। সাকিবের ফর্মদেখেই হয়তো ডেকেছে পেশোয়ার।
‘রিজার্ভসাপ্লিমেন্টারি’ হিসেবে সাকিবকে দলে নিয়েছে পেশোয়ার। সোমবার রাতে একটি ছবিসহ টুইট করে সাকিবের পিএসএলে যাওয়ার বিষয়টি জানায় ফ্র্যাঞ্জাইজিটি।
পেশোয়ার পিএসএলে মঙ্গলবার প্রথম মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ করাচি কিংস। ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত পিএসএলে সাকিবকে পাবে পেশোয়ার।
এরপরই ঘরের মাটিতে ইংল্যান্ড বিপক্ষে সিরিজের জন্য দেশে ফিরতে হবে তাকে। ছয় বছর আগে পেশোয়ারের হয়ে খেলেছেন সাকিব। সব মিলে দুবার পিএসএলে খেলেছেন তিনি। তার অন্য দল ছিল করাচি।
স্পোর্টসমেইল২৪/জেএম