দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস

ব্যাটিং ও বোলিংয়ে নিখুঁত পারফরম্যান্স দেখালো এমআই এমিরেটস। দুবাই ক্যাপিটালসের দেওয়া ১৫২ রানের ছুঁড়ে দেওয়া টার্গেট ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১০০ বলেই তার স্পর্শ করেছে তারা। ফলে ৮ উইকেটের সহজ জয়ে দলটি গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো।

দুই ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে ফ্লেচার ও নিকোলাস পুরানের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭তম ওভারে ম্যাচ জিতে নেয় দুবাই। ২ উইকেটে তারা করে ১৫২ রান। ৪৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন তারা।

৪৫ বলে ফ্লেচার অপরাজিত ছিলেন ৬৮ রানে। পুরান ছিলেন আরও আগ্রাসী; ৩৬ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৬ রানে অপরাজিত ইনিংস খেলে হয়েছেস ম্যাচ সেরা।

আগে ব্যাট করতে নেমে দুবাই ৫ উইকেটে ১৫১ রান করে। জর্জ মুনসি ফিফটি করলেও তা ছিল ধীরগতির। ৪৩ বলে ৫১ রান করেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩৮ ও রভম্যান পাওয়েল ৩০ রান করেন।

ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নিয়ে দুবাইয়ের লাগাম টেনে ধরেন। এসএ২০ শেষে এমিরেটসে যোগ দেওয়া রশিদ খান আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে ২ উইকেট নেন।



শেয়ার করুন :