আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচেও হারলো বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৫২ রানে হার বরণ করে বাংলাদেশের মেয়েরা। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল নিগার সুলতানারা।
বুধবার (৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার স্টেলেনবচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বল হাতে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। পাওয়ার-প্লেতে ৩৫ রানে ভারতের ৩ উইকেট শিকার করে তারা। এর মধ্যে ২ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।
চতুর্থ উইকেটে বাংলাদেশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে ৯২ রানের জুটি গড়েন রিচা ঘোষ ও জেমিমা রদ্রিগেজ। ৫৬ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিচা। তার অনবদ্য ইনিংসে ৩টি চার ও ৯টি ছক্কা ছিল।
রদ্রিগেজ ২৭ বলে ৪১ রান করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের নাহিদা ২৪ রানে ২টি উইকেট নেন।
১৮৪ রানের টার্গেটে ভারতীয় বোলারদের বিপক্ষে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। পাওয়ার-প্লেতে ৩৬ রানে ২ উইকেট হারায় তারা। পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া মুরশিদা খাতুন ৩২ ও শামিমা সুলতানা ১৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তৃতীয় দিন ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস