দুই যুগেরও বেশি সময় ধরে ভারত ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে গেছেন পেসার ঝুলন গোস্বামী। গত আসরেও তিনি মেয়েদের আইপিএলে খেলেছেন। এবার তিনি মুম্বাইয়ে কোচ। দিল্লি দলের সঙ্গে যুক্ত থাকা সৌরভ গাঙ্গুলী প্রস্তাব দিয়েছিলেন ঝুলনকে। কিন্তু ঝুলন বেছে নেন মুম্বাইকেই। এবার তারা জানিয়ে দিল কোচের নাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে কোচ করল মুম্বাই।
ঝুলন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের কিংবদন্তি পেসার তিনি। তিনি ক্যারিয়ারে ৩৫০-র বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। মেয়েদের ক্রিকেটে সব থেকে বেশি উইকেট তারই। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটও তার দখলে।
২০১৬ সালের জানুয়ারিতে র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন। অবসরের পর পশ্চিমবাংলা দলের মেন্টর হিসাবে কাজ করেছেন তিনি।
এদিকে মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এডওয়ার্ডস। তাকেই কোচ বেছে নিল মুম্বাই। এবারই বেশ বড় সর করে মেয়েদের আইপিএল হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যে প্রতিযোগিতার নাম দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ।
সেখানে মুম্বই দলের ব্যাটিং কোচ দেভিকা পালশিকার এবং দলের ম্যানেজার তৃপ্তি চাঁদগড়কর ভট্টাচার্য।
স্পোর্টসমেইল২৪/জেএম