বিপিএলে খেলেই কি ইফতেখারের ছয় ছক্কা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলে খেলেই কি ইফতেখারের ছয় ছক্কা!

এবারের বিপিএলে বরিশালের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ইফতেখার আহমেদ। খুলনার হয়ে বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন আরেক পাকিস্তানি ওয়াহাব রিয়াজ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আগেভাগে বিপিএল ছেড়ে দেশে ফিরে বিপরীতমুখী অভিজ্ঞতার মুখোমুখি হলেন দুজন।

রোববার কোয়েটায় পিএসএলের দুই দলের প্রদর্শনী ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশোয়ার জালমির পেসার ওয়াহাব রিয়াজের এক ওভারে ছয় ছক্কা মেরেছেন ইফতেখার। ৫০ বলে ৯৪* রানের বিস্ফোরক ইনিংসের পথে শেষ ওভারে ওয়াহাবের ওপর চড়াও হন এই ডান-হাতি ব্যাটার।

নিজের প্রথম তিন ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন সম্প্রতি পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া ওয়াহাব। অন্যদিকে শেষ ওভারের আগে ৪৪ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন ইফতেখার। এরপরই শুরু হয় ধ্বংসযজ্ঞ।

ইফতেখারের ছক্কা-ঝড়ে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৮৪ রানের পুঁজি গড়ে কোয়েটা। তবে ম্যাচটি স্বীকৃত টি ২০ না হওয়ায় রেকর্ডের খাতায় থাকবে না ইফতেখারের টানা ছয় বলে ছয় ছক্কার কীর্তি।

ওয়াহাব বিপিএলে দুর্দান্ত বোলিং করেছেন। মাত্র সাত ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। সবচেয়ে কম ম্যাচ খেলে বিপিএলে এবার তিনিই বেশি উইকেট পেয়েছেন। সব মিলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। পেসারদের মধ্যে আবার সবার চেয়ে বেশি উইকেটও। কিন্তু দেশে ফিরেই উল্টো রুপও দেখলেন।

এদিকে ফরচুন বরিশালের হয়ে খেলা ইফতেখারও অসাধারণ ব্যাটিং করেছেন। দশ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরি তার। ৬৯.৪০ গড়ে রান তৃতীয় সর্বোচ্চ ৩৪৭। শীর্ষ ৫০ রান সংগ্রহের মধ্যে তার গড়ই সবচেয়ে বেশি। বিপিএলে খেলেই কি তাহলে দেশের মাটিতে এখাবে জ্বলে উঠলেন ইফতেখার!

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন উচ্চতায় সাকিব, মালিকের ৫০০

নতুন উচ্চতায় সাকিব, মালিকের ৫০০

বিপিএলে এক ম্যাচেই সব সমাধান!

বিপিএলে এক ম্যাচেই সব সমাধান!

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা