ভারতকে হারিয়ে দিলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
ভারতকে হারিয়ে দিলো নিউজিল্যান্ড

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুনভাবে ঘুরে দাঁড়ালো। রাচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানে জিতেছে সফরকারী নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ডেভন কনওয়ে (৫২) ও ড্যারি মিচেলের (৫৯*) হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ১৭৬ রান করে কিউইরা। জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় ভারত করতে পারে ১৫৫ রান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল সফরকরীরা। কিন্তু ওয়াশিংটন সুন্দর এক ওভারে জোড়া আঘাত হানেন। তৃতীয় উইকেটে আবার ঘুরে দাঁড়িয়ে ৬০ রানের জুটি গড়ে তোলেন কনওয়ে ও গ্লেন ফিলিপস।

এরমধ্যে মাত্র ১৭ রান ছিল ফিলপসের। এরপর ব্যটিংয়ে নেমেই তান্ডব চালান ড্যারি মিচেল। ৩৫ বলে সাত চার ও এক ছক্কায় ৫২ রানে ফেরেন কনওয়ে।

ফিলিপস পাঁচ ছক্কা ও তিন চারে ৩০ বলে ৫৯* রান করেন। শেষ পর্যন্ত ১৭৬ রানে থামে নিউজিল্যান্ড। সুন্দর সর্বোচ্চ দুটি উইকেট নেন।

জবাবে ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় ভারত। এরপর বড় লক্ষ্য তাড়া করা মতো ব্যাটিং করেছেন শুধু সূর্যকুমার যাদব ও সুন্দর। সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া ৬৮ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে। দু'জনেই আবার ছয রানের ব্যবধানে আউট হলে ধাক্কা খায় ভারত।

সূর্যকুমার ৩৪ বলে ৪৭ রান করেন। পান্ডিয়া ২০ বলে করেন ২১ রান। এরপর সুন্দর ২৮ বলে ৫০ রানের দাপুট ইনিংস খেলেন। কিন্তু বাকিরা কেউ তাকে ভালো সমর্থন দিতে পারেননি। শেষ পর্যন্ত ভারত নয় উইকেটে ১৫৯ রানে থামে।

মিচেল স্যান্টনার মাত্র ১১ রান দিয়ে নেন দুটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন মিচেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ রোববার।


স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

২০১৯ ফিরিয়ে আনতে চান আর্চার

২০১৯ ফিরিয়ে আনতে চান আর্চার

রোমাঞ্চকর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে বরিশাল

রোমাঞ্চকর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে বরিশাল

নারী টি-টায়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-ইংল্যান্ড

নারী টি-টায়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত