জিতেও সেমিফাইনালে যেতে পারলো না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩
জিতেও সেমিফাইনালে যেতে পারলো না বাংলাদেশের মেয়েরা

প্রাথমিক পর্বে টানা তিন ম্যাচে জয়। কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচেই ধাক্কা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা এই হারেই সেমিফাইনালের পথ কঠিন করে দেয়। অথচ স্বাগতিক প্রোটিয়া মেয়েদের কাছে না হারলে শীর্ষ দল হিসাবেই সেমিফাইনালে উঠে যেত দিশা বিশ্বাসরা। শেষ পর্যন্ত রানরেটই গলার কাটা হয়ে গেল। সুপার সিক্স-১ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জেতার পরও বাংলাদেশের মেয়েরা সেমি ফাইনালে যেতে পারলো না।

বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল তারাই ভারতের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬৫ বল হাতে রেখেই পাঁচ উইকেটে জিতেছে বাংলাদেশে মেয়েরা।

প্রথম ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত নয় উইকেটে মাত্র ৬৯ রান করতে পারে। জবাবে ৯.১ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৬ করে হয়েছে। নেট রানরেটে এগিয়ে ভারত (+২.৮৪৪) শীর্ষে থেকে সেমি-ফাইনালের টিকিট কেটেছে আগেই।এরপরই রান রেটের হিসাবে দ্বিতীয় দল অস্ট্রেলিয়া (+২.২১০)।

চার নম্বরে থেকে শেষ ম্যাচ শুরু করা বাংলাদেশ (+১.২১১) সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে (+০.৩৮৭) টপকে শুধু তিন নম্বরে উঠতে পেরেছে।

সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে বিশাল জয় পেতে হতো। কিন্তু সেটা হল না। প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের মধ্যে মাত্র দু'জন দুই অংকের ঘরে পৌছাতে পারেন। লাভান্না কেনি সর্বোচ্চ ২৯ এবং মাহিকা গাউর ১৭ রান করতে পারে। মারুফা আক্তার দুটি ও রাবেয়া খান তিন উইকেট নেন।

জবাবে বাংলাদেশের মেয়েরা দ্রুত রান তোলার চেষ্টা করে। তবে ২২ রানে তিন উইকেট হারিয়ে লক্ষ্যেটা সফল হয়নি। জয় থেকে দুই রান দূরে থাকতে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা আক্তার ১৯ বলে ৩৮ রান করেন। চার মেরে জয় তুলে নেয় দিশারা।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু