জয়ের লক্ষ্য নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা গেল মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
জয়ের লক্ষ্য নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা গেল মেয়েরা

দেশের মাটিতে প্রথম নারী টি ২০ বিশ্বকাপে দুটি জয়। এরপর তিনটি বিশ্বকাপ কেটে গেছে কিন্তুএকটি জয়েরও মুখ দেখেনি বাংলাদেশের মেয়েরা। অষ্টম বিশ্বকাপ আসর বসছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। টানা হারের ধারাবাহিকতা থেকে জয়ে ফেরার লক্ষ্য নিয়েই সোমবার দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতিরা।


গ্রুপ পর্বেই এবার দুই তিনটা ম্যাচ জিততে চায় তারা। মিরপুর শেরেবাংলা একাডেমি মাঠে বাংলাদেশ অধিনায়ক বলেন, “অনেকদিন আগে আমরা একটা ম্যাচ জিতেছি। এবার সবার লক্ষ্য যেন হারের ধারা বদলাতে পারি। মোমেন্টামটা জরুরী। যদি প্রথম ম্যাচে একটা মোমেন্টাম পেয়ে যাই তাহলে দুই তিনটা ম্যাচ বের করে আনা সম্ভব।"

অনূর্ধ্ব-১৯ দলেরও মেয়েরাও দক্ষিণ আফ্রিকার মাটিতে টি ২০ বিশ্বকাপ খেলছে। শুরু থেকেই তারা দাপটের সঙ্গে খেলে এগোচ্ছে। টানা তিন ম্যাচে জয়ের পর একটিতে হেরেছে। ওই দলের বেশ কয়েকজন ক্রিকেটার বড়দের দলে আছেন।

তাদের থাকা নিয়ে নিগার সুলতানা বলেন, “তারা এখন দক্ষিণ আফ্রিকায় খেলছে। আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। মোমেন্টামের মধ্যে আছে।”

তিনি বলেন, “মারুফাকে দেখেছি নিয়মিত ভালো বল করেছে, নিউজিল্যান্ডেও ভালো পারফর্ম করেছে। দিশা তো ভালো করছেই। সব মিলিয়ে যে তিনজনকে নেওয়া হয়েছে তারা ভালো করছে। স্বর্ণা তো বরাবরই ভালো ব্যাট করছে, যেটা আমাদের দলের জন্যও লাভজনক হবে। যেহেতুতারা ইতোমধ্যে ওখানে আছে, একাদশে সুযোগ পেলে দলের জন্য সাহায্য করবে অনেক বেশি।"

অনূর্ধ্ব-১৯ দলের বেশ কিছু বিগ হিটার রয়েছে। সেই হিসাবে বড়দের দলে সেভাবে বিগ হিটার নেই। তবুও যারা আছেন তাদের নিয়েই ম্যাচ বের করার পরিকল্পনার কথা জানিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা।

এদিকে দক্ষিণ আফ্রিকা কন্ডিশনের সঙ্গে মিল রেখেই খুলনায় অনুশীলন করেছে মেয়েরা। খুলনার উইকেট কিছুটা পেস সহায়ক হয়। নিগার সুলতানা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার উইকেট বাউন্সি হবে, স্পোর্টিং উইকেট হয়। বলও ভালো ব্যাটে আসে। আমরা এই ধরনের উইকেটেই খুলনায় অনুশীলন করেছি। প্রস্তুতি ম্যাচগুলো ছেলেদের বিপক্ষে খেলেছি। যেন পেসের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।"

১০ ফেব্রুয়ারী শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে বাংলাদেশ চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ মাঠে নামবে ১২ ফেব্রুয়ারী প্রতিপক্ষ শ্রীলংকা। এই ম্যাচেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি থাকবে।


স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

লঙ্কানদের হারিয়ে উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের শুভ সূচনা

লঙ্কানদের হারিয়ে উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের শুভ সূচনা