আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

দুর্দান্ত পারফর্ম করছেনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়ে দল। দক্ষিণ আফ্রিকার অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারানোর পর যুক্তরাষ্ট্রর বিপক্ষেও জয় পেয়েছে মেয়েরা। অধিনায়কত্বের সঙ্গে পারফর্মও করছেন দিশা বিশ্বাস। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। দলের জয়ে অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন দিশা। গ্রুপ পর্বে পূর্ন পয়েন্ট পাওয়ার সামনে আরও ভালো কিছু আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় দিশা বলেন, ‘খুব ভালো লাগছে যে গ্রুপপর্বে তিনটি ম্যাচ জিতেছিল। পূর্ন পয়েন্ট নিয়ে আমরা পরের রাউন্ডে যাচ্ছি। খুবই ভালো অনুভুতি হচ্ছে। পরের রাউন্ডে আরও ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবো।’

সুপার সিক্স-১ গ্রুপ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। ২১ জানুয়ারী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৫ জানুয়ারী সংযুক্ত আরব আমিরাত।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দিশা চার ওভারে এক মেডেনসহ দিয়েছেন মাত্র ১৩ রান। দিয়েছেন দুটি উইকেট। হয়েছেন ম্যাচসেরাও। দিশা বলেন, ‘নিজেই পারফর্ম করতে পারছি। দলের জয়ে একাংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দলকে ও দেশকে ভালো কিছু দেওয়াই আমাদের লক্ষ্য।’

এদিকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দিশা। তিনি বলেন, ‘দেশবাসীর সবার কাছেই একটাই চাওয়া সবাই যেন আমাদের সমর্থন করেন এবং পাশে থাকেন।’ সুপার নিক্স-১ এবং সুপার সিক্স-২ গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে।


স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশ মেয়েদের হ্যাটট্রিক জয়

বিশ্বকাপে বাংলাদেশ মেয়েদের হ্যাটট্রিক জয়

হ্যাটট্রিক জয়ে চোখ দিশা-স্বর্ণাদের

হ্যাটট্রিক জয়ে চোখ দিশা-স্বর্ণাদের

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল