অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার ভারতকেও হারালো বাংলাদেশের মেয়েরা। স্বর্ণা আক্তারের ঝড়ো ইনিংসে ভারতকে ৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
দুটি প্রস্তুতি ম্যাচেও দারুণ করেছে বাংলাদেশের মেয়েরা। জোহানেসবার্গের সেন্ট স্টিথিয়ান্স কলেজ মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার ভারতের বিপক্ষে বাংলাদেশ ৩ রানের জয় পেয়েছে টাইগ্রেসরা।
প্রথম ইনিংসে বাংলাদেশ রান করে ১২১ রান। জবাবে ভারত দুই উইকেট হারিয়ে ১১৮ রান থামে। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩ রানের জয় তুলে নেয়।
স্বর্ণা বাংলাদেশ মেয়েদের সহ-অধিনায়ক। দারুণ ব্যাটিংয়ে স্বর্ণা আক্তার ৫৪ বলে সাত ছক্কা ও দুই চারে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
মূলত তার ইনিংসেই বাংলাদেশ জয় পেয়েছে। দলের হয়ে দুই অংকের ঘরে যেতে পারেন আর মাত্র হুমাইরা আনাম। ১৯ বলে তিনি করেন মাত্র ১২ রান।
জবাবে তৃষা গঙ্গাদি ৩৬ বলে সর্বোচ্চ ৪৪ রান করে রান আউট হন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ওপেনার শেফালি ভার্মা ৫০ বলে করেন অপিরাজিত ৪৩ রান।
দক্ষিণ আফ্রিকার মাটিতেই আকবর আলীর দল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেটাই বাংলাদেশের মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা। মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচই জিতলো বাংলাদেশ।
প্রথম প্রস্তুতিতে তারা স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সাত রানে হারায়।
স্পোর্টসমেইল২৪/জেএম/আরএস