ডান-হাতি পেসার ফাহিম আশরাফের বোলিং নৈপূণ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী পাকিস্তান। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান। প্রথম ওয়ানডে ২০১ রানে এবং দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতেছিল সরফরাজের দল।
বুলাওয়েতে বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। ফাহিমসহ দলের অন্য বোলারদের তোপে ২৫ দশমিক ১ ওভারে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে তিন জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার চামু চিবাবা ১৬, অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা-ওয়েলিংটন মাসাকাদজা ১০ রান করেন করেন।
পাকিস্তানের ফাহিম ৮ দশমিক ১ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন। ১১ ম্যাচের ক্যারিয়ারে এ প্রথমবার পাঁচ উইকেট শিকারের কীর্তি করে দেখালেন ফাহিম। এছাড়া জুনায়েদ খান ২টি, উসমান খান-ইয়াসির শাহ-শাহদাব খান ১টি করে উইকেট নেন।
৬৮ রানের ছোট টার্গেটে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ইমাম-উল-হক। তবে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়ে ২৪১ বল বাকি থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আরেক ওপেনার ফখর জামান ও তিন নম্বরে ব্যাট হাতে নামা বাবর আজম।
জামান ৮টি চারে ২৪ বলে অপরাজিত ৪৩ ও বাবর ৩টি চারে ৩৪ বলে অপরাজিত ১৯ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ২৫.১ ওভারে ৬৭। (চিবাবা ১৬, হ্যামিল্টন মাসাকাদজা ১০, চিগুম্বুরা ৯, ওয়েলিংটন মাসাকাদজা ১০*; জুনায়েদ ২/৭, উসমান ১/১৯, ফাহিম ৫/২২, ইয়াসির ১/১০, শাদাব ১/৬)।
পাকিস্তান : ৯.৫ ওভারে ৬৯/১ (ফখর ৪৩*, বাবর ১৯*; মুজারাবানি ১/৪৩, এনগারাভা ০/২৬)
ফল : পাকিস্তান ৯ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : ফাহিম আশরাফ।