মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিজয় দিবস ক্রিকেট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ জুয়েল একাদশ বনাম শহীদ মোশতাক একাদশের এ ক্রিকেট ম্যাচে খেলবেন মিঠুন-সৌম্যরা।
মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মোশতাক আহমেদের স্মরণে ঐতিহ্যবাহী ক্রিকেট ম্যাচটি ১৯৭২ সাল থেকে আয়োজিত হয়ে আসছে। বর্তমানে খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
দেশের ঐতিহ্যবাহী আজাদ বয়েজ ক্লাবের আক্রমণাত্মক ডান-হাতি ওপেনিং ব্যাটার ছিলেন শহীদ জুয়েল। অস্ত্র নিয়ে স্বাধীনতার যুদ্ধে যোগ দেওয়া তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। ৯ মাস যুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে তাকে হত্যা করা হয়।
অন্যদিকে, একজন ধর্মপ্রাণ ক্রিকেট সংগঠক হিসেবে আজাদ বয়েজ ক্লাবের কর্মকর্তা ছিলেন শহীদ মোশতাক। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে তার প্রিয় ক্লাবের কাছেই মোশতাককে গুলি করে হত্যা করা হয়।
শহীদ জুয়েল একাদশ
মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম ইসলাম, নাইম শেখ, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, রিশাদ হোসেন।
শহীদ মোশতাক একাদশ
আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, সাইফুদ্দিন, আকবর আলী, রকিবুল হাসান, সৈকত আলী, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম পাটোয়ারী, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল, নাঈম হাসান।
স্পোর্টসমেইল২৪/আরএস