লিটন কুমিল্লায়, দল পাননি মমিনুল-আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৩ নভেম্বর ২০২২
লিটন কুমিল্লায়, দল পাননি মমিনুল-আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দল পেয়েছেন লিটন কুমার দাস। তবে ড্রফট থেকে কোনো দল আগ্রহ দেখায়নি মমিনুল হক ও আশরাফুলের প্রতি। ফলে ২০২৩ সালের বিপিএল নবম আসরে মমিনুল হক এবং মোহাম্মদ আশরাফুলের খেলা হচ্ছে না।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিপিএলের নবম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফট থেকে ব্যাটার লিটর দাসকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। গত দুই বছরে দুর্দান্ত ফর্মে থাকার কারণে বিপিএলের দলে ভেড়ানোর তালিকায় শীর্ষেই ছিলেন লিটন। তবে আশ্চর্যজনক হলেও এবার সরাসরি কোনো দল তাকে দলে নেয়নি।

ড্রাফট চলাকালীন ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “আমাদের হয়ে আগেও খেলেছে লিটন। কিন্তু বোলিং বিভাগকে শক্তিশালী করতে মোস্তাফিজকে আগেই সরাসরি চুক্তিতে দলে নিয়েছিলাম। এ জন্য আপনি বলতে পারেন, আমরা ভাগ্যবান প্রথম ডাকেই লিটনকে পেয়েছি।”

কয়েক মাস আগেও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ছিলেন মমিনুল হক। কয়েক বছর ধরে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেলা মমিনুলের বিপিএলে কিছু স্মরণীয় ইনিংসও আছে। তবে শেষ পর্যন্ত দল পাওয়া হয়ে উঠেনি।

বিপিএলের ড্রাফটের কেন্দ্র বিন্দুতে ছিলেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ‘এ’ ক্যাটাগরিতে থাকা এ তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের তালিকায় ছিলেন। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৮০ লাখ টাকা।

উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স। সাকিবের ফরচুন বরিশাল দলে নিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।

এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরীকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মোহাম্মদ মিঠুনকে ঢাকা ডোমিনেটর্স, শেখ মাহেদিকে রংপুর রাইডার্স এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। দলে মমিনুল হকের মতো মোহাম্মদ আশরাফুলকে নিয়েও কেউ আগ্রহ দেখায়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দল

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দল

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাননি লিটন

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাননি লিটন

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

আইপিএল-বিগ ব্যাশের পরেই বিপিএল: নাজমুল হাসান

আইপিএল-বিগ ব্যাশের পরেই বিপিএল: নাজমুল হাসান