আইসিসির সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৫ নভেম্বর ২০২২
আইসিসির সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ

বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো অধিনায়ক, ছবি- আইসিসি

ইংল্যান্ড ক্রিকেট দলের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এ বিশ্বকাপ শেষে এ ফরম্যাটে সেরা একাদশ নির্বাচন করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সেরা পারফরমাদের নিয়ে ঘোষিত আইসিসি একাদশের অধিনায়ক হয়েছেন জস বাটলার।

দলে চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে সর্বোচ্চ চারজনজায়গা পেয়েছেন। রানার্স-আপ পাকিস্তানের দু’জন এবং ভারতেরও দু’জন রয়েছে। এছাড়া নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একজন করে খেলোয়াড় আইসিসি সেরা একাদশে জায়গা পেয়েছেন। তবে বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ের আইসিসি সেরা একাদশে সুযোগ হয়নি।

ওপেনার হিসেবে রয়েছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও বাটলার। তিন ও চার নম্বরে রাখা হয়েছে ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে। মির্ডল-অর্ডারের দায়িত্ব আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের শাদাব খান। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন রাজা ও শাদাব।

একাদশে চার জেনুইন পেসার আছে। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ইংল্যান্ডের স্যাম কারানের সাথে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি, ইংলিশ তারকা মার্ক উড ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে। আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া।

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
১. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) - ২১২ রান, গড় ৪২.৪০
২. জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক, ইংল্যান্ড) - ২২৫ রান, গড় ৪৫.০০, নয় ডিসমিসাল
৩. বিরাট কোহলি (ভারত)- ২৯৬ রান, গড় ৯৮.৬৬
৪. সূর্যকুমার যাদব (ভারত) ২৩৯ রান, গড় ৫৯.৭৫
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ২০১ রান, গড় ৪০.২০
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১৯ রান, ১০ উইকেট
৭. শাদাব খান (পাকিস্তান)- ৯৮ রান, ১১ উইকেট
৮. স্যাম কারান (ইংল্যান্ড)- ১৩ উইকেট, গড়- ১১.৩৮
৯. এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা)- ১১ উইকেট, গড় ৮.৫৪
১০. মার্ক উড (ইংল্যান্ড)- ৯ উইকেট, গড় ১২.০০
১১. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ১১ উইকেট গড় ১৪.০৯
দ্বাদশ খেলোয়াড় : হার্ডিক পান্ডিয়া (ভারত) - ১২৮ রান, ৮ উইকেট।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

ইংল্যান্ড পেল ১৬ কোটি, বাংলাদেশ কত?

ইংল্যান্ড পেল ১৬ কোটি, বাংলাদেশ কত?

বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা