টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্থিক পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটিরও বেশি টাকা পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সংক্ষিপ্ত ভার্সনে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ইংলিশরা।
চ্যাম্পিয়ন দল হিসেবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। আর রানার্স-আপ দল হিসেবে পাকিস্তান পেয়েছে ০.৮ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি ৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
টুর্নামেন্টের অপর দুই সেমি-ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ভারতীয় দল পেয়েছে ০.৪ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি ৪ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা।
এছাড়া সুপার টুয়েলভে প্রতিটি ম্যাচে জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পেয়েছে দলগুলো। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দল পেয়েছে ৭০ হাজার ডলার বা বাংলাদেশি ৭০ লাখ টাকা করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারও সবচেয়ে ভালো খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে সুপার টুয়েলভে সরাসরি খেলা বাংলাদেশ ক্রিকেট দল দুটি ম্যাচে জয় পেয়েছে। ফলে অন্য যেকোনো বিশ্বকাপের চেয়ে এবার পুরস্কার পরিমানও বেশি টাইগারদের।
অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের শিরোপা জয়ের বিশ্বকাপ থেকে সরাসির সুপার টুয়েলভে খেলা বাংলাদেশ অন্তত ৭০ লাখ টাকা পেয়েছে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক পুরস্কার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
স্পোর্টসমেইল২৪/আরএস