ফাইনালে ইংল্যান্ডের টস জয়, ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৩ নভেম্বর ২০২২
ফাইনালে ইংল্যান্ডের টস জয়, ব্যাটিংয়ে পাকিস্তান

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বিপরীতে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান।

শিরোপা জয়ের এ ম্যাচটিতে দুই দলই তাদের সেমি-ফাইনালে খেলা একাদশ থেকে কোন পরিবর্তন আনেনি। সেমি-ফাইনাল পার হওয়ায় সেই একাদশের উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

চোট থেকে পুরোপুরি ভালো না হওয়ায় পেসার মার্ক উড ও টপ অর্ডার ব্যাটসম্যান দাভিদ মালানকে ছাড়াই ইংলিশদের ফাইনাল খেলতে হচ্ছে। একই কারণে তারা দুজন সেমি-ফাইনালের একাদশেও ছিলেন না।

ইংল্যান্ডের ন্যায় শিরোপা জয়ের প্রত্যাশার ম্যাচে পাকিস্তানও তাদের একাদশে কোন অপরিবর্তিত আনেনি। সেমি-ফাইনালের একাদশ নিয়েই ফাইনাল খেলতে নামছে তারা।

টস জিতে বোলিং নেওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, “বড় ম্যাচ, অনেক চাপ। তবে দলের মধ্যে ইতিবাচক শক্তি রয়েছে। স্টেডিয়ামেও দর্শকদের ইতিবাচক উপস্থিতি রয়েছে। আমরা ম্যাচের দিকে তাকিয়ে আছি। দুই দলই দারুণ ফর্মে আছে। আমরা তাদের (পাকিস্তান) কাছ থেকে কঠিন চ্যালেঞ্জই আশা করছি।”

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), আলেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, ফিল সল্ট।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পরাজয়ের ম্যাচে কোহলির বিশ্ব রেকর্ড

পরাজয়ের ম্যাচে কোহলির বিশ্ব রেকর্ড

ভারতকে উড়িয়ে ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

ভারতকে উড়িয়ে ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

তৃতীয়বারের মতো ফাইনালে পাকিস্তান

তৃতীয়বারের মতো ফাইনালে পাকিস্তান

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা