ফাইনালে পাকিস্তান, ভারত কি আসছে?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৯ নভেম্বর ২০২২
ফাইনালে পাকিস্তান, ভারত কি আসছে?

ফাইল ফটো

এ যেন ৯২-এর বিশ্বকাপের পুনরাবৃত্তি। ৩০ বছর আগে ফিরে যাওয়া। ক্রিকেট গ্রেট ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে সেই নিউজিল্যান্ডকেই হারালো পাকিস্তান। মজার ব্যাপার হলো ৩০ বছর আগে ফাইনালে ইংল্যান্ডকে পেয়েছিল পাকিস্তান। এবারও ফাইনালের পাইপলাইনে রয়েছে ইংলিশরা। তবে কে আসছে.. ইংল্যান্ড নাকি ভারত!

টি-টোয়েন্টির পরিসংখ্যানগত জায়গা থেকে এবং সাম্প্রতিক দুই দলের পারফর্ম্যান্সে আগেই অনুমেয় ছিল নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে যেতে পারে পাকিস্তান, হলোও তাই। কিউইদের করা ১৫২ রান তাড়া করে ১৯.১ বলেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বুধবার (৯ নভেম্বর) চলমান বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের এর এবার বৃহস্পতিবার (১০ নভেম্বর) দ্বিতীয় হাই ভোল্টেজ সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

২০১৫ সালের পর আর ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেনি ভারত। প্রতি টুর্নামেন্টেই ফেভারিট হয়ে নাম লেখালেও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনো বিশ্ব আসরের শিরোপা জিততে পারেনি কোহলি-রোহিতরা।

অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটে বর্তমান বিশ্বসেরা দল ইংল্যান্ড সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলেছে ২০১৬ সালে। এবার দুই দলই শেষ করতে চায় অপেক্ষার পালা। তবে তার আগে পারি দিতে হবে সেমি-ফাইনালের বাধা।

এখন পর্যন্ত টি-টোয়োন্টি বিশ্বকাপের আসরে ভারত ও ইংল্যান্ড পরস্পরকে মোকাবেলা করেছে মোট তিনবার। এ যাত্রায় ভারতই এগিয়ে আছে। ভারত দুইবার এবং ইংল্যান্ডের জয় পেয়েছে একবার।

সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সিরিজে ২-১ ব্যবধানের জয় ভারতকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ইংল্যান্ডকে বিপজ্জনক দল মেনেই মাঠে নামছেন।

টি-টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত ইংল্যান্ডকে মোট ১২ বার হারিয়েছে ভারত, আর ইংল্যান্ড জিতেছে ১০ বার। এ পরিসংখ্যানেও রয়েছে ভারতের জয়। তবে এবার কি তাহলে ভারতই যাচ্ছে ফাইনালে। যেখানে আগেই ফাইনাল খেলা নিশ্চিত করেছে পাকিস্তান।

দুর্দান্ত প্রতাপ দেখিয়ে সেমি-ফাইনালে ওঠা ভারত গ্রুপ-টু’তে ৫ ম্যাচে মাত্র একটিতে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে। যেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে পাকিস্তান প্রথম ফাইনালিস্ট।

এদিকে, অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমি-ফাইনালে বৃষ্টির আশঙ্কা থাকলেও পাকিস্তানের অপেক্ষা ফাইনালে তাদের সঙ্গী হচ্ছে কে? ৯২-এর ফাইনালের মতো কি তারা পাচ্ছে ইংল্যান্ডকে, নাকি পরিসংখ্যানগত জায়গা থেকে পাচ্ছে ভারতকে। ক্রিকেট বাণিজ্যের দিক থেকে হয়তো ভারত-পাকিস্তান ম্যাচই লাভজনক। তবে কি, আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে ক্রিকেট বিশ্ব।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয়বারের মতো ফাইনালে পাকিস্তান

তৃতীয়বারের মতো ফাইনালে পাকিস্তান

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

ভারত-পাকিস্তান ফাইনাল চান ডি ভিলিয়ার্স

ভারত-পাকিস্তান ফাইনাল চান ডি ভিলিয়ার্স