চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা আলাদা দলের বিপক্ষে সেমি-ফাইনাল খেলবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত-পাকিস্তান। সেই হিসেবে দুটি দলেরই ফাইনালে পা রাখার দারুণ সুযোগও রয়েছে। সেই স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের টিকিট পেতে ভারত ও পাকিস্তানকে সেমি-ফাইনালের গন্ডি পেরোতে হবে।
দুটি সেমি-ফাইনাল শেষে ১৩ নভেম্বর মেলবোর্নের অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। সেমি-ফাইনালের লড়াইয়ের আগেই ক্রিকেটপ্রেমিরা ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ডি ভিলিয়ার্সও।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডি ভিলিয়ার্স জানতে চান, ‘এবার কি ভারত-পাকিস্তান ফাইনাল?’ ডি ভিলিয়ার্সের এমন টুইটে ছয় লাখের বেশি ভোট পড়েছে। সেখানে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চেয়ে ‘হ্যাঁ’ উত্তর এসেছে ৭৭ দশমিক ৩ শতাংশ।
আরেক টুইটে ডি ভিলিয়ার্স লিখেছেন, “সত্যিই চমৎকার ফাইনাল হবে। এখন পর্যন্ত ৭৭ শতাংশর বেশি ভোট পড়েছে ভারত-পাকিস্তান ফাইনালের পক্ষে। কিন্তু আমি নিশ্চিত নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেরও বিশ্বকাপ ফাইনাল নিয়ে কিছু বলার আছে।”
নিউজিল্যান্ড-ইংল্যান্ড নিয়ে তিনি আরও বলেন, “দুই দলেরই চমৎকার লাইনআপ এবং ভালো ফর্মে আছে। দু’টি মহাকাব্যিক সেমি-ফাইনাল হতে যাচ্ছে। আমার ভোটও পড়বে ভারত-পাকিস্তান ফাইনালের দিকে।”
স্পোর্টসমেইল২৪/আরএস