অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’টি সেমিফাইনাল ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে রাখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিতর্কিত আম্পায়ারদের। তাদেরকে সরিয়ে দিয়ে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।
বুধবার (৯ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। পরদিন বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে খেলবে ভারত ও ইংল্যান্ড।
দু’টি সেমি-ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। তবে মাঠ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক, জোয়েল উইলসনের পাশাপাশি টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরেকে সেমি-ফাইনাল ম্যাচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সেমি-ফাইনালে নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন- দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়র্থ। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলব্রো, চতুর্থ আম্পায়ার মাইকেল গফ এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড।
এছাড়া ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমি-ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা এবং পল রাইফেল। তৃতীয় আম্পায়ার ক্রিস গাফানি, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি ডেভিড বুন।
দু’টি সেমিফাইনাল শেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের জন্য নতুন করে আবারও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করবে আইসিসি।
এদিকে, আইসিসি এমন সিদ্ধান্তেই প্রমাণ করে যে, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের আউটটি ইচ্ছাকৃত ‘ভুল’ ছিল। মূলত বিতর্কিত আউট করার কারণে বিশ্ব ইভেন্ট থেকে সংশ্লিষ্ট আম্পায়ারদের ছিটকে যেতে হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস