পাকিস্তানের কাছে দক্ষিণ আফ্রিকার হারে জমে উঠেছে সুপার টুয়েলভে গ্রুপ-২ এর লড়াই। কাগজে কলমে ‘যদি কিন্তুর’ ওপর নির্ভর করে এখনও চার দলেরই সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। বাংলাদেশের জন্যও সেই সুযোগ রয়েছে, শেষ ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করতে পারলে আর অন্যরা হারলে খুলে যেতে পারে শেষ চারের দরজা।
সেই মিরাকল চান ডানহাতি পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (৪ নভেম্বর) সাংবাদিকদের তাসকিন বলেন, ‘এই গ্রুপের বেশিরভাগ ম্যাচই কিন্তু উত্তেজনাপূর্ণ হচ্ছে। তো এখনও কিন্তু যে কোনও কিছু হতে পারে। মিরাকল হলেও হয়ে যেতে পারে।’
সমীকরণ কী বলছে? সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই তারা সেমিফাইনালে। ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। জিতলে তারাও সেমিফাইনাল। বাকি দলগুলো শেষ ম্যাচ জিতলেও আর সুযোগ থাকবে না।
আর যদি তারা হেরে যায় তাহলে লড়াই হবে জমজমাট। পাকিস্তান-বাংলাদেশের মধ্যে যেই জিতবে তাদের সুযোগ চলে আসবে। বাংলাদেশ-পাকিস্তান উভয় দলেরই পয়েন্ট সমান চার করে।
অ্যাডিলেডে ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। লাল সবুজের দলের লক্ষ্য এখন সেই ম্যাচেই।
তাসকিন জানালেন তাদের লক্ষ্য এখন জয় দিয়ে শেষ করা, ‘কিন্তু আসল লক্ষ্য আমাদের থাকবে শেষ ম্যাচটা একই স্পিরিট নিয়েই খেলার। ভালো খেলে জিততে চাইবো, যদি ম্যাচ জিততে পারি তখন পরে কী হবে, কী হিসাব-নিকাশ; এগুলো পরে দেখা যাবে। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’
তিনি আরও বলেন, ‘আসলে দেখেন অনেক হিসাব-নিকাশের বিষয় আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জেতা। সেমিফাইনাল হবে কী হবে না, এটা তো বলতে পারছি না, কিন্তু মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’
স্পোর্টসমেইল২৪/আরআইএম