প্রোটিয়াদের ‘শঙ্কা’ বাড়ালো বৃষ্টি, টিকে রইলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৩ নভেম্বর ২০২২
প্রোটিয়াদের ‘শঙ্কা’ বাড়ালো বৃষ্টি, টিকে রইলো পাকিস্তান

পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টি তা হতে দিলো না। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানের বিপক্ষে উল্টো হারের স্বাদ নিতে হলো। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে বিশ্বকাপে ঠিকে রইলো পাকিস্তান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। ব্যাট হাতে ইফতেখার আহমেদ এবং শাদাব খান জোড়া ফিফটি করেন।

জবাবে ব্যাট করতে নামলে বৃষ্টির কারণে ৯ ওভার পর খেলা বন্ধ হয়ে যায়। পগে বৃষ্টি আইন ডিএল মেথডে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রান। যেখানে ৯ উইকেট ১০৮ রান সংগ্রহ করতে পারে প্রোটিয়ারা। ফলে ৩৩ রানের জয় পেয়ে যায় পাকিস্তান।

টুর্নামেন্টে সেমি-ফাইনালের টিকেট পেতে শেষ রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে। তবে সেই সাথে শেষ রাউন্ডে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দলকে নিজ-নিজ ম্যাচে হারতে হবে।

ভারত হারলে তখন রান রেটের হিসেব নিয়ে পাকিস্তানকে বসতে হবে। তকে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে পুরো হিসেব পাল্টে যাবে। পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার সাথে সাথে সেমির পথে রান রেটে নিয়ে বসবে বাংলাদেশ। শেষ ম্যাচে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা মোকাবেলা করবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতবার সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। প্রথম ওভারেই উইকেট হারায় তারা। ৪ রান করে দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেলের বলে আউট হন মোহাম্মদ রিজওয়ান।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিংয়ে শুরুর ধাক্কাটা সামলে ওঠে পাকিস্তান। পঞ্চম ওভারে হারিসকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পেসার এনরিচ নর্টি। ১১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ২৮ রান করেন ইনজুরি আক্রান্ত ফখর জামানের জায়গায় দলে সুযোগ পাওয়া হারিস।

দলীয় ৩৮ রানে হারিসের বিদায়ের পর দ্রুত আরও ২ উইকেট হারায় পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে শিকার করেন লুঙ্গি এনগিডি। ১৫ বলে ৬ রান করেন বাবর। শান মাসুদকে ২ রানে বিদায় করেন নর্টি।

৪৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে মহা চাপে পড়ে পাকিস্তান। এ অবস্থায় দলের হাল ধরে পঞ্চম উইকেটে ৩৯ বলে ৫২ রান তুলেন মোহাম্মদ নাওয়াজ ও ইফতেখার আহমেদ। ২২ বলে ২৮ রান করা নাওয়াজকে শিকার করে জুটি ভাঙেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি।

নাওয়াজ ফেরার পর ক্রিজে ইফতেখারের সঙ্গী হন শাদাব। ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন শাদাব। মাত্র ২০ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হাফ-সেঞ্চুরির পর ১৯তম ওভারে শাদাবকে থামান নর্টি। ৩টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৫২ রান করেন শাদাব। ষষ্ঠ উইকেটে ইফতেখারের সাথে ৩৬ বলে ৮২ রান যোগ করেন শাদাব।

শেষ ২ ওভারে চার উইকেট হারালেও শাদাব-ইফতেখারের ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেট ১৮৫ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৩টি চার ও ২টি ছয়ে ৩৫ বলে ৫১ রান করেন ইফতেখার। বল হাতে দক্ষিণ আফ্রিকার নর্টি ৪১ রানে ৪ উইকেট নেন।

১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের পেসার আফ্রিদির তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৬ রানে ২ উইকেট হারায় তারা। কুইন্টন ডি কক শূন্য ও রিলি রুশো ৭ রান করে আফ্রিদির শিকার হন।

অধিনায়ক তেম্বা বাভুমার মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতে ৪৮ রান পায় দক্ষিণ আফ্রিকা। অষ্টম ওভারে ২ উইকেট শিকার করে পাকিস্তানকে চালকের আসনে বসিয়ে দেন শাদাব। বাভুমা ১৯ বলে ৩৬ ও আইডেন মার্করাম ১৪ বলে ২০ রান করে শাদাবের শিকার হন।

৯ ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৬৯ রান। এমন অবস্থায় বৃষ্টি আইনে ১৫ রানে পিছিয়ে ছিল প্রোটিয়ারা। পরে বৃষ্টি কমলে ১৪ ওভারে ১৪২ রানের নতুন টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, শেষ ৫ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ৭৩ রান দরকার পড়ে তাদের!

পাকিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৪ ওভারে ৯ উইকেটে ১০৮ রান করে ম্যাচ হারে প্রোটিয়ারা। পাকিস্তানের আফ্রিদি ৩টি ও শাদাব ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের শাদাব।

৬ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ওই দিনই এ দুই ম্যাচের পরই নিশ্চিত হবে গ্রুপ-২ থেকে কোন দুই দল চলমান বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’

লিটন ঝড়ের পরও হারলো বাংলাদেশ

লিটন ঝড়ের পরও হারলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

আফগানিস্তানের বিদায়, টিকে রইলো শ্রীলঙ্কা

আফগানিস্তানের বিদায়, টিকে রইলো শ্রীলঙ্কা