ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে মাশরাফি টপকে যান সাকিব।
মাশরাফিকে টপকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়লেন সাকিব আল হাসান। দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যা এখন ২৯ ম্যাচ।
এ ম্যাচের আগে মাশরাফির সমান ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের। যেখানে সাকিবের নেতৃত্বে ২৮ ম্যাচের ৮টিতে জয়, ২০টিতে হেরেছে টাইগাররা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধীনে ৪৩ ম্যাচের ১৬টিতে জয়, ২৬টিতে হেরেছে টাইগাররা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
স্পোর্টসমেইল২৪/আরএস