চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের প্রত্যাশা বাংলাদেশের। তবে টস জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। রাইলি রুশোর সেঞ্চুরিতে বাংলাদেশকে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে বোলিং করতে মাঠে নামে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে এরপরই টাইগার বোলারদের উপর চড়াও হন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে দলের পক্ষে রাইলি রুশো ১০৯ রানের ইনিংস খেলেন। এছাড়া কুইন ডি কক খেলেন ৬৩ রানের ইনিংস।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ উইকেট পেলেও বাকি সময় আর বল হাতে কেউ সুবিধা করতে পারছিলেন না। এর মাঝে ৫.৩ ওভারে সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার সে সময় সংগ্রহ ছিল ১ উইকেটে ৬০ রান।
বৃষ্টি শেষে খেলা শুরু হলে প্রথম দিকে রানের গতি কিছুটা কম থাকলেও ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেন প্রোটিয়ারা। নিজের ৩০ বলে ফিফটি তুলে নেন রাইলি রুশো। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে রান দাঁড়ায় ১ উইকেটে ৯০।
বার বার বোলার পরিবর্তন করেও উইকেট পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে ১৫তম ওভারে আফিফ হোসেন বিধ্বংসী জুটি ভাঙেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড জুটি গড়েন রাইলি রুশো এবং কুইন্টন ডি কক। ডি কক ফিরে গেলে ৮৫ বলে ১৬৩ রানের জুটি ভাঙে।
ডি কক ৬৩ রানে ফিরে গেলেও রুশো টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। ৫২ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
বিধ্বংসী এ ব্যাটারকে ১৯তম ওভারে ফেরান সাকিব। ডাউন দ্য উইকেট গিয়ে কভারে সহজ ক্যাচ তুলে দিয়েছেন রুশো। ৫৬ বলে তার ১০৯ রানের ইনিংসে ৭টি চারের সাথে ৮টি ছক্কার মার ছিল।
শেষ পর্যন্ত ২০৫ রানে থাকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান দুটি এবং একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। ৪ ওভার বল করে ২৫ রান দিলেও উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান।
স্পোর্টসমেইল২৪/আরএস