দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নায়কের খোঁজে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৬ অক্টোবর ২০২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নায়কের খোঁজে সাকিব

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে আত্মবিশ্বাসী হয়ে ওঠা বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে এবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের হাজির হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে তিনি জানান, ইতিবাচক অনুভূতি দলের প্রতিটি খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ে বড় অবদান রাখা পেসার তাসকিন আহমেদের মতো কেউ একজন নায়ক হিসাবে আবির্ভূত হবে।

সাকিব বলেন, “ওয়ানডে বা টেস্ট ম্যাচে পারফরমারদের সংখ্যাই বেশি। কিন্তু টি-টোয়েন্টিতে অনেক বেশি সুযোগ নেই। সাধারণত টি-টোয়েন্টিতে কাউকে আহামরি কিছু করে দেখাতে হয়। আশা করি, আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের সামনে আরেকটি সুযোগ, যেখানে একাদশের সকলেরই নায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।”

ম্যাচে একজন নায়কের খোঁজ করলেও কে হতে পারেন সেই নায়ক তা নিশ্চিত জানাননি সাকিব। তবে ১১ জনের মধ্য থেকে যেকেউ একজনের নায়ক হওয়া প্রয়োজন হলে জানান তিনি। সাকিব বলেন, “কে হবেন নায়ক? এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

নেদারল্যান্ডসের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। অনেক ম্যাচে পর অবশেষে উদ্বোধনী জুটিতে ৪০ এর বেশি রান পেয়েছে বাংলাদেশ।

ব্যাটিং শেষে বল হাতে তাসকিন আহমেদের নেতৃত্বে দলের বোলাররা প্রশংসনীয় পারফরমেন্স করেছে। এভাবে খেলতে পারলে পরের ম্যাচেও ভালো করা সম্ভব বলে মনে করেন সাকিব।

বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, “২০ ওভার ব্যাট করার সুযোগ আছে ওপেনারদের। কেন তারা পারবে না? আমি বিশ্বাস করি, তারা পারবে। আমাদের বোলাররা যেভাবে বল করেছে তাতে আমরা কেন আবার ১০ উইকেট নিতে পারবো না? আমাদের মানসিকতা সেভাবেই রাখতে হবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে হারিয়ে দিলো আয়াল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে দিলো আয়াল্যান্ড

স্টয়নিস ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরলো অস্ট্রেলিয়া

স্টয়নিস ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরলো অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেড়ে নিলো বৃষ্টি

দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেড়ে নিলো বৃষ্টি

বিশ্বকাপ ব্যর্থতায় উইন্ডিজ কোচের পদ ছাড়ছেন সিমন্স

বিশ্বকাপ ব্যর্থতায় উইন্ডিজ কোচের পদ ছাড়ছেন সিমন্স