দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেল বিশ্বকাপ মঞ্চে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সুপার টুয়েলভে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।
সোমবার (২৪ অক্টোবর) বেলেরিভ ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের পক্ষে ব্যাট হাতে আফিফ হোসেন সর্বোচ্চ ৩৮ রান করেন।
জবাবে ব্যাট করেতে নেমে শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১৩৫ রান করে নেদারল্যান্ডস। ফলে শেষ দিকে হারের শঙ্কার পড়া বাংলাদেশ ৯ রানের জয় তুলে নেয়। নেদারল্যান্ডসকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করে তাসকিন আহমেদ।
সৌম্য সরকারকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামের নাজমুল হাসান শান্ত। দু’জনের ওপেনিং জুটি থেকে ৪৩ রান পায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারের প্রথম বলে সৌম্য আউট হলে তাদের এ জুটি ভাঙে। ১৪ বলে ২টি চারের মারে ১৪ রান করেন তিনি।
সৌম্য চলে যাওয়ার পর শান্তও আর নিজের ইনিংস লম্বা করতে পারেননি। পরের ওভারের প্রথম বলে দলীয় ৪৭ রান শান্তকে হারায় বাংলাদেশ। ২০ লে ৪টি চারের মারে ২৫ রান করে ফিরেন শান্ত। পর পর দুই উইকেট হারানোর পর দলের হাল ধরে লিটন কুমার দাস এবং অধিনায়ক সাকিব আল হাসান। তকে তারা দুজনেই হতাশ করেন।
দলীয় ৬০ রানে লিটন দাস (৯) এবং ৬৩তম রানে সাকিব আল হাসান (৭) সাজঘরে ফিরলে ইনিংসের দশম ওভারে ৪তুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের বাকি রার আসে তিন টাইগার ব্যাটারের ব্যাট থেকে। আফিফ হোসেন ধ্রুব দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া নুরুল হাসান সোহান ১৩ এবং মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ২০ রান করেন।
১৪৫ রানের জবাবে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই চেপে ধরেন তাসকিন আহমেদ। দলীয় রানের খাতা খোলার আগেই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। তারই ধারাবাহিকতায় দলীয় ১৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে বসে দলটি।
তবে লিন অ্যাকারম্যানের ব্যাটে খেলায় ফিরে নেদারল্যান্ডস। ৪৮ বলে ৬টি চার ও ২টি ছক্কার মারে ৬২ রান করেন তিনি। এছাড়া দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ১৬। আর শেষ দিকে রানের ব্যবধান কমান পল ভ্যান মিকিরেন। ব্যাট হাতে ১৪ বলে ৩টি চার ও এক ছক্কায় অপরাজিত ২৪ রান করেন।
সৌম্য সরকারের করা শেষ ওভারে নেদারল্যান্ডস গুটিয়ে গেলেও তুলে নেয় ১৪ রান। ফলে ৯ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ। বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়েিএ টাইগার পেসার শিকার করেছেন ৪টি উইকেট।
স্পোর্টসমেইল২৪/আরএস