৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ২২ অক্টোবর ২০২২
৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বে রোববার (২৩ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ম্যাচটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে।

দীর্ঘ ৩৭ বছর পর আবারও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দু’বার আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান। তবে দু’বারই ছিল ওয়ানডে ফরম্যাটে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এবারই প্রথম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভেন্যুতে লড়বে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দু’দল ভারত ও পাকিস্তান। এর আগে সর্বশেষ ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল তারা।

ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া বেনসন অ্যান্ড হেডজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। ওই টুর্নামেন্টেরই ফাইনালে আবারও দেখা হয় দুই দলের।
sportsmail24
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ছবি: আইসিসি

ফাইনালের মঞ্চেও পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর ফাইনালে আরও ভালো খেলে ভারতীয় ক্রিকট দল। ফাইনালের ওই ম্যাচটিতে ৮ উইকেটের জয় তুলে নেয় ভারত। আসরে আরও যারা অংশ নিয়েছিল তারা হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দল।

এদিকে, বিশ্বকাপে দুই দল মাঠে নামার আগে দেশ দুটির বোর্ড পর্যায়ে চলছে কথা লড়াই। শুধু তাই নয়, দুই দেশের বাজে সম্পর্কের কারণে ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও ভারত ক্রিকেট দল খেলতে যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ভারতের এমন সিদ্ধান্তের প্রতিবাদে একই বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান খেলতে আসবে না হুশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলের ১৫ ম্যাচের সূচি প্রকাশ

পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলের ১৫ ম্যাচের সূচি প্রকাশ

মেলবোর্নে বৃষ্টির গর্জন, স্বল্প ওভারেও খেলতে প্রস্তুত ভারত

মেলবোর্নে বৃষ্টির গর্জন, স্বল্প ওভারেও খেলতে প্রস্তুত ভারত

বিশ্বকাপ জয়ে ‘অনেক কিছুু’ করতে হবে: রোহিত শর্মা

বিশ্বকাপ জয়ে ‘অনেক কিছুু’ করতে হবে: রোহিত শর্মা

ভারতের মন্তব্যে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি

ভারতের মন্তব্যে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি