বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বনে গেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এ রেকর্ডের মালিক হন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ দশমিক ১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাউদি। এ ইনিংসের মাধ্যমেই টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাউদি।
১০১ ম্যাচে এখন ১২৫টি উইকেটের মালিক সাউদি। আর ১০৪ ম্যাচে ১২২ উইকেট শিকার করেছেন সাকিব। সাউদির চেয়ে মাত্র ৩ উইকেট পিছিয়ে সাকিব। পিছিয়ে গেলেও চলমান বিশ্বকাপেই সাকিবের সামনে শীর্ষে ফেরার সুযোগ রয়েছে।
উইকেট শিকারের এ তালিকায় ৭২ ম্যাচে ১১৮ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। আফগানিস্তানের এ তারকা ক্রিকেটাও খুব বেশি দূরে নয়। তিনি অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপে খেলছেন।
পরিসংখ্যান অনুযায়ী চলতি এ বিশ্বকাপে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার নিয়ে যুদ্ধ চলবে সাউদি, সাকিব ও রশিদের। সাউদির নজির গড়া ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানের হারিয়েছে নিউজিল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস