মেলবোর্নে বৃষ্টির গর্জন, স্বল্প ওভারেও খেলতে প্রস্তুত ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২২ অক্টোবর ২০২২
মেলবোর্নে বৃষ্টির গর্জন, স্বল্প ওভারেও খেলতে প্রস্তুত ভারত

২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফিতে ধোনির হাত ধরে শেষ বড় কোনো ট্রফি জিতেছিল ভারত। এরপর ৯ বছর কেটে গেলেও অধরা থেকে গেছে ভারতের ট্রফি জেতার স্বপ্ন। তবে ভারতীয় সমর্থকরা মনে করেন রোহিতের হাত ধরেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

শিরোপা খড়া কাটাতে রোববার (২৩ অক্টোবর) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে মেন ই ব্লুরা। তবে ক্রিকেট ক্ল্যাসিকো এই ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি।

মেলবোর্নের আকাশে মেঘের ঘনঘটা, তারই মাঝে নিজেদের ঝালিয়ে নিচ্ছে হট ফেভারিট ভারত। রোববার মেলবোর্নের আকাশে ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতেই চিন্তিত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট পাড়াগোষ্ঠি।

এদিকে, সকলে চিন্তিত থাকলেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চিন্তিত নন। ভারতী অধিনায়কের মতে পুরো ২০ ওভার খেলতে না পারলেও পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ এ ম্যাচটি স্বল্প ওভারের হলেও তার দল প্রস্তুত।

রোহিত শর্মা বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমাদের দল সম্পূর্ণ প্রস্তুত। কম ওভারে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। তাই কম ওভারে খেলা গড়ালে চিন্তার কোন কারণ নেই।”

তিনি বলেন, “পরিস্থিতি যদি খারাপ হয় এবং শেষ পর্যন্ত সংক্ষিপ্ত খেলা হয়, আমরা তার জন্যও প্রস্তুত থাকবো। অনেক ছেলেই আগে এ ধরনের খেলার সম্মুখীন হয়ে খেলেছে এবং তারা জানে কীভাবে এমন পরিস্থিতিতে নিজেকে সামলানো যায়।”

বৃষ্টির কারণে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে একটি স্বল্প ওভারের ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে রোহিত বলেন, “ভাগ্যক্রমে, আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতে একটি ম্যাচ খেলেছিলাম, যেটি ছিল ৮ ওভারের।”

তিনি আরও বলেন, “ছেলেরা এ ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। তবে আমাদের অবশ্যই এখানে খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং ভাবতে হবে যে, এটি একটি ৪০-ওভারের খেলা হতে চলেছে।”


স্পোর্টসমেইল২৪/আরআইএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বেঞ্চের পর এবার দলের বাইরে রোনালদো

বেঞ্চের পর এবার দলের বাইরে রোনালদো

বৃষ্টির হুমকি নিয়ে হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ দল

বৃষ্টির হুমকি নিয়ে হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ দল

সুপার টুয়েলভে বাংলাদেশ গ্রুপে জিম্বাবুয়ে

সুপার টুয়েলভে বাংলাদেশ গ্রুপে জিম্বাবুয়ে

মেসি-এমবাপে গোলে পিএসজির সহজ জয়

মেসি-এমবাপে গোলে পিএসজির সহজ জয়