ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২২
ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

ম্যাচটি ছিল বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করার ফাইনাল লড়াই। সেই লড়াইয়ে পারলো না ওয়েন্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করলো আয়ারল্যান্ড। অন্যদিকে, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় ঘটলো উইন্ডিজদের।

জিতলেই সুপার টুয়েলভের টিকিট, হারলেই বিদায়। এমন সমীকরণকে সামনে শুক্রবার (২১ অক্টোবর) প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ গড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে ব্র্যান্ডন কিং অপরাজিত ৬২ রানের ইনিংস খেললেও বাকিরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হন।

জয়ের জন্য ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। দলের পক্ষে ওপেনার পাউল স্টারলিং -এর অপরাজিত ৬৬ রানের সাথে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন লোরকান টাকার। তিনি খেলেন ৩৫ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস।

বড় অঘটনের শিকার হয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে যায় ক্যারিবীয়রা। স্কটল্যান্ডের কাছে হারের পেছনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের ব্যর্থতা চরমভাবে ফুটে উঠেছিল। স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৬১ রানের টার্গেটে ১১৮ রানে অলআউট হয়ে যায় তারা।

প্রথম ম্যাচ হারলেও জয়ের ধারায় ফিরতে মোটেও সময়ক্ষেপণ করেনি ২০১২ ও ২০১৬ সালে শিরোপা জয় করা ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখে ক্যারিবীয়রা।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও ম্যাচে ইনিংসের মাঝপথে বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় পায় ওয়েস্ট ইন্ডিজ। এ পুঁজি নিয়ে দারুণ লড়াই করেছে ক্যারিবীয় বোলাররা, ফলে ১২২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসী নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার বড় সংগ্রহ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এমনকি স্বল্প রানের সংগ্রহ নিয়ে বোলাররাও তেমন লড়াই করতে পারেনি। ক্যারিবিয় বোলারদের হতাশ করেন আয়ারল্যান্ডের ব্যাটাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কোনো দলকেই হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড

কোনো দলকেই হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ‌‘নতুন’ তিনজন

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ‌‘নতুন’ তিনজন