টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বের গ্রুপ ম্যাচে কোনো দলকেই হালকাভাবে নিতে রাজি নন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। মাঠে সেরাটা খেলতে না পারলে দলকে শাস্তি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সুপার টুয়েলভে খেলা শুরু হওয়ার দিন ২২ অক্টোবর (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড।
মঈন আলী বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত। পাকিস্তানে অসাধারণ একটি সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। তবে টুর্নামেন্টে এ অনুপ্রেরণা বইয়ে নিতে না পারলে সবকিছুই ব্যর্থ হয়ে যাবে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ফলাফল ভালো হয়েছে। যেভাবে আমরা খেলেছি এবং অস্ট্রেলিয়াতে দলের পারফরমেন্স ছিল দারুণ। নিজেদের দক্ষতা দেখিয়েই সবাই দলে এসেছে। আগের টুর্নামেন্টগুলোতে আমাদের চাপ নিয়ে খেলতে হয়েছে। তবে বর্তমানে আমাদের অনুভূতি ভিন্ন। আমরা জানি কী করতে চাই এবং আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ হবে সেরা দলটি বাছাই করা। এতেই বুঝা জয় কতটা শক্তিশালী হয়েছে আমাদের স্কোয়াডটি। সবাই ভালো খেলছে।’
রিচি টপলির ইনজুরি প্রসঙ্গে সিমিত ওভারের ক্রিকেটে ইংলিশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘দল থেকে রিচি টপলির ছিটকে পড়া দুঃখজনক। ব্রিজবেনে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এটি দলের জন্য একটি বড় বিপর্যয়। এ বছর সে ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে তাকে না পেয়ে আমরা হতাশ। আমি নিশ্চিত সে আবার ফিরে আসবে।’
পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ এ অলরাউন্ডার আরও বলেন, ‘শনিবার প্রথম ম্যাচে আফগানিস্তানের মেকাবেলা করব আমরা। তাদেরকে আমরা হাল্কাভাবে নিচ্ছি না। ইতিমধ্যে আমরা দেখেছি নামিবিয়া শ্রীলঙ্কাকে এবং স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজেক পরাজিত করেছে। সুতরাং যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে।’
তিনি বলেন, ‘আমাদেরকেও নিজেদের সেরাটা খেলতে হবে। এটি এমন একটি ফর্মেট ও টুর্নামেন্ট, যেখানে সেরাটা দিতে না পারলেই আপনাকে শাস্তি পেতে হবে।’
ইংলিশ তারকা বলেন,‘ ব্রিজবেনে আমরা টিভিতে ক্রিকেট দেখতে না পারলেও পার্থের হোটেলে দেখতে পাচ্ছি। তা দেখে টি-টোয়েন্টি ক্রিকেট কতোটা প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে সেটি উপভোগ করছি। সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেটে আপনি আগাম কিছুই লিখতে পারবেন না। গত বছর আমরা নিখুতভাবে সূচনা করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছি। এবারও আমরা সেভাবে শুরু করতে চাই।’
প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান প্রসঙ্গে মঈন আলী বলেন, ‘আফগানিস্তানের রশিদ খান বিশ্বমানের একজন ক্রিকেটার। দলে তারা বেশ কয়েকজন ম্যাচ উইনার খেলোয়াড় পেয়েছে। তাই শনিবার উভয় দলই জয়লাভ করতে চাইবে।’
অস্ট্রেলিয়ায় নিজ দলের বর্তমান অবস্থা প্রসঙ্গে ইংলিশ তারকা বলেন, ‘অস্ট্রেলিয়ায় দলের অভ্যন্তরী পরিবেশ বেশ ভালো। সবাই ভালো খেলছে এবং কঠোর অনুশীলন করছে। আপনি যখন জয়ের মধ্যে থাকবেন তখন এমনটাই হয়। কোচিং স্টাফরাও বেশ নির্ভার রয়েছে।’
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টে শিরোপা জয়ের বেশ কাছে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমি-ফাইনালে দারুণ খেলেও নিউজিল্যান্ডের কাছে দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছিল দলটি।
মঈন আলী বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের মতো শিরোপা জয় করার বাস্তব ইচ্ছাপূরনের জন্য আমাদের সবাত্মক চেষ্টা করতে হবে। আমরা জানি যে আমাদের দলটি শক্তিশালী। কিন্তু এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে একবারই খেলতে পারবেন।’
স্পোর্টসমেইল২৪/আরএস