চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি থাবায় বিধ্বস্ত শ্রীলঙ্কা। বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কার পর এবার আরেক পেসার দুশমন্থা চামিরাকে হারালো শ্রীলঙ্কা। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চামিরা।
পায়ের গোঁড়ালির ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলতে পারেননি চামিরা। পরবর্তীতে ফিট হয়ে যাওয়ায় বিশ্বকাপ দলে নেওয়া হয় তাকে। তবে শেষ পর্যন্ত চামিরার আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার স্বস্তির জয়ে বড় ভূমিকা ছিল চামিরার। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে নামিবিয়ার কাছে হারের লজ্জা পায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দলে ইনজুরি সমস্যায় আরও ভুগছেন ব্যাটার দানুস্কা গুনাথিলাকা এবং পেসার প্রমোদ মাদুশান। দু’জনেরই হামস্ট্রিং ইনজুুরি। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাও অনেকটা হতাশ।
লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘রিজার্ভ তালিকায় আছে কাসুন রাজিথা, অসিথা ফার্নান্দো, মাথিশা পাথিরানা। এখন সঠিক তারিখ জানি না, কবে আসবে তারা। আমরা পরের ম্যাচের জন্য তৈরি আছি। কিন্তু টুর্নামেন্ট যতো এগিয়ে যাবে আমাদের আরও বোলার দরকার হবে। অনুশীলনে, আমরা দলের পেসারদের সমস্যায় ফেলতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখনও কিছুই চূড়ান্ত হয়নি। নির্বাচকরা সিদ্ধান্ত নিচ্ছে। আমি মনে করি, দুই বা তিনজন পেসার শীঘ্রই আসবে।’
এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্ব খেলে যোগ্য অর্জন করে তবেই সুপার টুয়েলভে খেলতে হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। যেখানে প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হেরে গিয়ে অনেকটা শঙ্কায় পড়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে স্বস্তিতে রয়েছে লঙ্কানরা।
স্পোর্টসমেইল২৪/আরএস