টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। জ্যান ফ্রাইলিংকয়ের অলরাউন্ড নৈপূণ্যে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাএক ৫৫ রানে হারিয়ে দিয়েছে খাতা কলমে দুর্বল নামিবিয়া। এ জয়ে গত বছর আরব আমিরাতে অভিষিক্ত হওয়া আফ্রিকান দলটি এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে পৌঁছানোর পথে দারুণভাবে টিকে রয়েছে।
টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে নামিবিয়া। দলের পক্ষে ফ্রাইলিংক ব্যাট হাতে ৪৪ রান এবং বল হাতে দুটি উইকেট শিকার করেন।
জবাবে ১৯ ওভারে ১০৮ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ফ্রাইলিংক ছাড়াও নামিবিয়ার হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, বার্নার্ড শল্টজ এবং বার্নার্ড শিকঙ্গো।
অবিশ্বাস্য এমন জয়ের পর নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেছেন, ‘এটি অবিশ্বাস্য এক অভিযান। গত বছরটি ছিল আমাদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা অর্জনের মিশন। এবার দারুণ এক জয়ে আমরা বিশ্বকাপ মিশন শুরু করেছি। তবে টুর্নামেন্ট জুড়ে আমাদের এখনো অনেক কিছু করার আছে।’
পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড
তিনি আরও বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। শুরুর দিন সব সময় স্পেশাল হয়ে তাকে। তবে এখান থেকে শুরু করে আমরা সুপার টুয়েলভ পর্বের জন্য কোয়ালিফাই হতে চাই। আমরা বুঝতে পারছি এটি একটি বড় বিষয়।’
হেরে যাওয়ার পর অবশ্য লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেছেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়েই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। এ পরাজয়ের পর এখনও আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। আমাদের বিশেষ কিছু করার প্রয়োজন নেই। কারণ আমরা ভালো একটি দল পেয়েছি। এখন এটিকে কাজে লাগাতে হবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস