বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটায় টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে সাকিব আল হাসানরা।
২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ লড়াই। তার আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের সক্ষমতা যাচাই করে নিতে পারছে বাংলাদেশ দল।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। এরপর একদিন বিরতি দিয়ে বুধবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলছে বাংলাদেশ। গ্রুপ ২ খেলা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রাথমিক পর্ব পেরিয়ে আসা আরও দুটি দল। প্রাথমিক পর্ব থেকে এখনো কে কে আসছে তা নিশ্চিত হয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস