রোমাঞ্চকর এক জয় দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু করলো নেদারল্যান্ডস। রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে উত্তেজনাপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। টান টন উত্তেজনাকর ম্যাচে ১ বল বাকি থাকতেই শেষ হাসি হেসেছে তারা।
জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আরব আমিরাত। পাওয়ার-প্লেতে দলকে ৩১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও চিরাগ সুরি। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ১২ রান করা সুর আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেটে কাশিফ দাউদকে নিয়ে ২৬ ও তৃতীয় উইকেটে ভিরিতইয়া অরবিন্দকে নিয়ে ৩২ রান যোগ করেন ওয়াসিম। ১৬তম ওভারের শেষ বলে দলীয় ৯১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন ওয়াসিম।
এছাড়া শেষ ৪ ওভারেই দ্রুত রান তুলতে পারেনি আরব আমিরাত। ফলে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১১১ রান পর্যন্ত যেতে পারে আফ্রিকার দলটি। ১টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ওয়াসিম। নেদারল্যান্ডসের পেসার বাস ডি লিডে ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন।
১১২ রানে টার্গেটে ভালো শুরু করতে পারেনি নেদারল্যান্ডসও। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু তাদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৪ ওভার শেষে ৬ উইকেটে ৭৭ রানে পৌঁছে নেদারল্যান্ডস।
৪ উইকেটহাতে নিয়ে শেষ ৬ ওভারে ৩৫ রান দরকার পড়ে নেদারল্যান্ডসের। সপ্তম উইকেটে ৩০ বলে ২৭ রানের জুটিতে ডাচদের জয়ের পথে রাখেন অধিনায়ক স্কট এডওয়াডর্স ও টিম প্রিংলে।
১৬ বলে ১৫ রান করে প্রিংলে আউট হওয়ার সময় ম্যাচ জিততে ৯ বলে ৯ রান দরকার পড়ে নেদারল্যান্ডসের। অষ্টম উইকেটে লোগান ভ্যান বেককে নিয়ে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন এডওয়াডর্স।
এডওয়াডর্সের কোনো বাউন্ডারি ছাড়াই ১৯ বলে ১৬ রান করেন। ৪ রান করেন বেক। ম্যাচ সেরা হন নেদারল্যান্ডসের লিডে। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শুরুতেই অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস