নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৬ অক্টোবর ২০২২
নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

রোমাঞ্চকর এক জয় দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু করলো নেদারল্যান্ডস। রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে উত্তেজনাপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। টান টন উত্তেজনাকর ম্যাচে ১ বল বাকি থাকতেই শেষ হাসি হেসেছে তারা।

জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আরব আমিরাত। পাওয়ার-প্লেতে দলকে ৩১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও চিরাগ সুরি। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ১২ রান করা সুর আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেটে কাশিফ দাউদকে নিয়ে ২৬ ও তৃতীয় উইকেটে ভিরিতইয়া অরবিন্দকে নিয়ে ৩২ রান যোগ করেন ওয়াসিম। ১৬তম ওভারের শেষ বলে দলীয় ৯১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন ওয়াসিম।

এছাড়া শেষ ৪ ওভারেই দ্রুত রান তুলতে পারেনি আরব আমিরাত। ফলে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১১১ রান পর্যন্ত যেতে পারে আফ্রিকার দলটি। ১টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ওয়াসিম। নেদারল্যান্ডসের পেসার বাস ডি লিডে ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন।

১১২ রানে টার্গেটে ভালো শুরু করতে পারেনি নেদারল্যান্ডসও। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু তাদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৪ ওভার শেষে ৬ উইকেটে ৭৭ রানে পৌঁছে নেদারল্যান্ডস।

৪ উইকেটহাতে নিয়ে শেষ ৬ ওভারে ৩৫ রান দরকার পড়ে নেদারল্যান্ডসের। সপ্তম উইকেটে ৩০ বলে ২৭ রানের জুটিতে ডাচদের জয়ের পথে রাখেন অধিনায়ক স্কট এডওয়াডর্স ও টিম প্রিংলে।

১৬ বলে ১৫ রান করে প্রিংলে আউট হওয়ার সময় ম্যাচ জিততে ৯ বলে ৯ রান দরকার পড়ে নেদারল্যান্ডসের। অষ্টম উইকেটে লোগান ভ্যান বেককে নিয়ে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন এডওয়াডর্স।

এডওয়াডর্সের কোনো বাউন্ডারি ছাড়াই ১৯ বলে ১৬ রান করেন। ৪ রান করেন বেক। ম্যাচ সেরা হন নেদারল্যান্ডসের লিডে। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শুরুতেই অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষস্থান শক্তপোক্ত করার দারুণ সুযোগ সাকিবের

শীর্ষস্থান শক্তপোক্ত করার দারুণ সুযোগ সাকিবের

বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটালো নামিবিয়া

বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটালো নামিবিয়া

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

চার ম্যাচ হেরেও টি-টোয়েন্টি উন্নতি দেখছেন সাকিব

চার ম্যাচ হেরেও টি-টোয়েন্টি উন্নতি দেখছেন সাকিব