মুশফিককে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১১ অক্টোবর ২০২২
মুশফিককে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফিরতি পর্বে বুধবার স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে এ ম্যাচে খেলতে নামলেই মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসান।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মুশফিককে টপকে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়বেন সাকিব। তবে দলের হয়ে নিয়মিত খেললে আরও আগেই মুশফিককে ছাড়িয়ে যেতে পারতেন সাকিব।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সমান ১০২টি করে ম্যাচ খেলেছেন সাকিব ও মুশফিক। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ১২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাবেক এ অধিনায়ক।

মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবের পর টি-টোয়েন্টি ফরম্যাটের তালিকায় রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

মুশফিক এবং তামিম ইকবাল ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দেশের জার্সি গায়ে খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। ফলে তাদের আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাট খেলার সম্ভাবনা নেই।

মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় না নিলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আবারও দেশের জার্সি গায়ে মাঠে ফেরাটা বেশ কঠিন হয়েই দাঁড়িয়েছে। মূলত নির্বাচকদের চ্যালেঞ্জ করেই তাকে মাঠে ফিরতে হবে।

সেক্ষেত্রে বর্তমান অবস্থায় সাকিব আল হাসানের সামনে দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ার সুযোগও রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিসিবির ‘প্রস্তাব’ ফিরিয়ে দিয়েছেন তিন পাণ্ডব

বিসিবির ‘প্রস্তাব’ ফিরিয়ে দিয়েছেন তিন পাণ্ডব