পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড, শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ এএম, ১১ অক্টোবর ২০২২
পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড, শঙ্কায় বাংলাদেশ

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের বদলা বেশ ভালোভাবেই তুলে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। আসরে দ্বিতীয় দেখায় পাকিস্তানকে স্বাগতিকরা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। আর এই জয়ে ফাইনালের আগে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে দুই দলই মঙ্গলবার (১১ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল। এদিন টস জিতে প্রথমে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান করতেই হিমশিম খাচ্ছিল পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৩০ রানে মোহাম্মদ রিজওয়ান ফিরে গেলে ভাঙে পাকিস্তানের ওপেনিং জুটি।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি। দলীয় ৫৪ রানে শান মাসুদ ফেরার পর মাত্র ১৩ রানের ব্যবধানে ফিরে যান শাদাব খান, বাবর আজম ও হায়দার আলী।

এরপর ইফতিকারের ২৭ বলে ২৭ এবং আসিফ আলির ২০ বলে ২৫ রানের সৌজন্যে ১৩০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। পুরো ইনিংসে কোনো পাকিস্তানি ব্যাটারি ছক্কা হাকাতে পারেননি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।

তবে ইনিংসের শুরুতে বেশ অস্বস্তি নিয়েই ব্যাটিং করছিলেন ফিন। পরে অস্বস্তি কাটিয়ে রীতিমতো ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন।

দলীয় ১১৩ রানে ৪২ বলে ছয় ছক্কা ও এক চারে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন ফিন। সঙ্গী ফিরে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে বাকি থাকা ছোট্ট পথ সহজেই পাড়ি দেন কনওয়ে। শেষ পর্যন্ত পাঁচ চারে ৪৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

নিউজিল্যান্ডের এই জয়ে ফাইনালের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে গেছে বাংলাদেশের। আসরে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুইটি করে জয় পেলেও এখন হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ।

ফাইনালের উঠতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে। এরপর আবার তাকিয়ে থাকতে রানরেটের দিকেও! বাস্তবিক চিন্তা করলে বাংলাদেশের ফাইনালে ওঠা বেশ কঠিনই বটে। 

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় আটটায় স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের জন্য। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টিতে ভেসে গেল জ্যোতিদের এশিয়া কাপের স্বপ্ন

বৃষ্টিতে ভেসে গেল জ্যোতিদের এশিয়া কাপের স্বপ্ন

বিশ্বকাপে স্পিনারদের সাহসী হওয়ার তাগিদ অশ্বিনে

বিশ্বকাপে স্পিনারদের সাহসী হওয়ার তাগিদ অশ্বিনে

পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলের ১৫ ম্যাচের সূচি প্রকাশ

পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলের ১৫ ম্যাচের সূচি প্রকাশ

শঙ্কার মেঘ কেটে গেছে, বিশ্বকাপ খেলবেন মিচেল

শঙ্কার মেঘ কেটে গেছে, বিশ্বকাপ খেলবেন মিচেল