এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। এরই মধ্যে অনেক দেশ পৌঁছে গিয়েছে আয়োজক দেশে অস্ট্রেলিয়াতে। অনেকেই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন।
এই যেমন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ক্রিস গেইল বলছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও তার দেশ ওয়েস্ট ইন্ডিজ।
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের পারফর্ম কখনোই আশা জাগানিয়া নয়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্রাথমিক বাছাইপর্ব। সুপার টুয়েলভ খেলতে হলে আগে প্রাথমিক পর্ব পার করতে হবে দেশটিকে। তবু ভরসা রাখছেন গেইল।
তবে কাজটা যে ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন, মানছেন গেইলও। বলেন, “ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেখা হবে। জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা কঠিন হবে। নতুন অধিনায়ক, এছাড়া দলে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটার নেই।’’
তবে গেইলের বিশ্বাস দলে এখন একাধিক দারুণ ক্রিকেটার রয়েছেন। বিশ্বকাপে ভালো করতে শুরু সঠিক পরিকল্পনা করতে হবে এবং সেই মোতাবেক পারফর্ম করতে হবে।
“টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ওরা যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজকে শুধু সঠিক পরিকল্পনা তৈরি করে সেই মতো খেলতে হবে। মাঠে নিজেদের ঠিক মতো প্রয়োগ করতে পারলে ওরা ভালই খেলবে।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ে ও ২১ অক্টোবর বাছাইপর্বে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি