শঙ্কার মেঘ কেটে গেছে, বিশ্বকাপ খেলবেন মিচেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১০ অক্টোবর ২০২২
শঙ্কার মেঘ কেটে গেছে, বিশ্বকাপ খেলবেন মিচেল

ত্রিদেশীয় সিরিজের জন্য অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। তাতে ত্রিদেশীয় সিরিজ তো বটেই, এমনকি তার বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল।

তবে কিউই সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন দলটির কোচ গ্যারি স্টিড। চোট থেকে সুস্থ না হলেও মিচেলকে নিয়েই নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলতে যাবেন  অস্ট্রেলিয়াতে। 

স্টিড বলেন, “ভালো খবরটি হচ্ছে আমরা ড্যারিল মিচেলকে নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি এবং সে আমাদের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছে।”

তবে বিশ্বকাপে প্রথম ম্যাচে মিচেলকে পাবে না নিউজিল্যান্ড। কিউই কোচ বরং তাকে দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়ার আশা করছেন।

“আমরা যখন দলে মিচেলের অবস্থান ও চোট থেকে সেরে তার ওঠা নিয়ে ভাবছিলাম... তখনও তার ব্যাপারে আশাবাদী ছিলাম যে, প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ভাবলে সেটা হয়তো বাস্তবসম্মত হবে” যোগ করেন স্টিড।

এর আগে চলতি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে অনুশীলন করার সময় আঙুলে চোট পান মিচেল। পরবর্তীতে স্ক্যান করালে সেখানে চিড় ধরা পড়ে।

আর এ কারণে বিশ্বকাপকে মিচেলকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে কিউই কোচের কথা এবার স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন সমর্থকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা ভারত-পাকিস্তান

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা ভারত-পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত লকি ফার্গুসন

ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত লকি ফার্গুসন

অ্যালেন-ব্রেসওয়েলকে নিয়ে বিশ্বকাপে নিউজিল্যান্ড

অ্যালেন-ব্রেসওয়েলকে নিয়ে বিশ্বকাপে নিউজিল্যান্ড

থাইল্যান্ডকে উড়ালো ভারত, আশা বেঁচে থাকলো বাংলাদেশের

থাইল্যান্ডকে উড়ালো ভারত, আশা বেঁচে থাকলো বাংলাদেশের