বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং প্যানেলে জয়াবর্ধনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৯ অক্টোবর ২০২২
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং প্যানেলে জয়াবর্ধনে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং প্যানেলে যোগ দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আগ মুহূর্তে দলে যোগ দিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ায় চলতি বছরের ১৬ অক্টোবর প্রাথমিক পর্ব দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। এবারের আসরেও প্রাথমিক বাছাইপর্ব খেলতে হবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। 

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে কনস্যালট্যান্ট হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে বিশ্বকাপে প্রতি ম্যাচের জন্য কৌশলগত বিষয়ে কাজ করবেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। 

বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই শ্রীলঙ্কার। ১১ অক্টোবর জিম্বাবুয়ে ও ১৩ অক্টোবর আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব পার করলেও সেমিফাইনালে উঠতে পারেনি তারা। এবার যেভাবেই হোক অন্তত শীর্ষ চারে উঠতে মরিয়া দাশুন শানাকার দল।

চলতি বছরের ভিক্টোরিয়ার গিলং ক্রিকেট মাঠে নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। এরপর ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ২০ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

চারশো রানের ম্যাচে ইংল্যান্ড জিতলো আট রানে

চারশো রানের ম্যাচে ইংল্যান্ড জিতলো আট রানে

পিসিএ’র বর্ষসেরা বেয়ারস্টো ও সিভার

পিসিএ’র বর্ষসেরা বেয়ারস্টো ও সিভার

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ‘রহস্য’ জানালেন হ্যাজেলউড

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ‘রহস্য’ জানালেন হ্যাজেলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ৫৬ কোটি টাকা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ কোটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ৫৬ কোটি টাকা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ কোটি