বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বেশ অনেক দিন ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন নম্বর পজিশনে ব্যাটিং করছেন। কিন্তু ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ব্যাট করতে নেমেছেন সাত নম্বরে!
সাকিবের এত পরে ব্যাটিং করতে নামা দেখে রীতিমতো বিষ্মিত ক্রিকেটপ্রেমী থেকে বিশ্লেষকরা। ম্যাচ শেষে অবশ্য দেরী করে ব্যাটিংয়ে নামার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
মূলত উইকেটে ডানহাতি-বামহাতি ব্যাটার রাখতেই এত পরে নেমেছেন তিনি। সাকিব বলেন, “আমার আরও আগেই ব্যাটিং করার কথা ছিল। কিন্তু তখন দুই স্পিনার (নিউজিল্যান্ডের) বোলিং করছিল এবং আমরা উইকেটে ডানহাতি-বামহাতি ব্যাটার রাখতে চেয়েছিলাম।”
প্রথম ম্যাচের মতো এ ম্যাচের বাংলাদেশের হারের পিছনে ব্যাটারদের দায় বেশি দেখা যাচ্ছে। দলের চাহিদামতো শুরু এনে দিতে পারছেন না ওপেনাররা। আজ ভালো শুরু করলেও পরে সেটা আর ধরে রাখতে পারেননি ব্যাটাররা। সাকিবের কণ্ঠেও এটা নিয়ে আক্ষেপ শোনা গেল।
“আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু ওদের (নিউজল্যান্ড) মানসম্পন্ন স্পিনারদের ভালোভাবে সামলাতে পারিনি। আমরা এগুলো নিয়ে কথা বলছি (টিম মিটিংয়ে)। টপ থ্রি’কে দায়িত্ব নিতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে” যোগ করেন সাকিব।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১৩৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ২.১ ওভার বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকে গেছে স্বাগতিকরা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি