বাবরের ব্যাটে চড়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৮ অক্টোবর ২০২২
বাবরের ব্যাটে চড়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত পঞ্চাশোর্ধ ইনিংসে নিউজিল্যান্ডকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। চলতি ত্রিদেশীয় সিরিজে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

শনিবার (৮ অক্টোবর) ক্রাইস্টার্সে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের শুরুর থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউই ব্যাটারদের চাপে রেখেছিল পাকিস্তানি বোলাররা।

ইনিংসে তৃতীয় ওভারে ফিন অ্যালেনকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন ও আরেক ওপেনার ডেভিড কনওয়ের মিলে জুটি গড়লেও রান এসেছে খুবই শ্লথ গতিতে।

দলীয় ৭৭ রানে ব্যক্তিগত ৩৫ বলে ৩৬ রানে কনওয়ে ফেরার ১১ রানের ব্যবধানে ফেরেন উইলিয়ামসও!। যাওয়ার আগে কিউই অধিনায়কের ব্যাট থেকে এসেছে অস্বস্তিকর ৩০ বলে ৩১ রানের ইনিংস।

শেষদিকে মার্ক চাপম্যানের ১৬ বলে ৩২ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কেউ খেলতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান। শুরু থেকেই অস্বস্তিতে থাকা রিজওয়ান ১২ বলে মাত্র চার রানে ফেরেন সাউদির বলে।

পাওয়ার প্লে’র শেষ ওভারে শান মাসুদকে হারিয়ে আরও চাপে পরে পাকিস্তান। এরপর শাদাব খানকে নিয়ে সমস্ত আশঙ্কা উড়িয়ে দুর্দান্ত জুটি গড়েন বাবর।

ইনিংসের প্রথম থেকে ছন্দে থাকলে বাবর কি করতে পারেন সেটাই যেন আরও একবার দেখলো  ক্রাইস্টার্শের দর্শকরা। ৫৩ বলে ১১ চারে ৭৯ রানের ঝকঝকা ইনিংসে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন তিনি।

২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন শাদাব। তিনি ফেরার পর ১৯ বলে ১৬ করে ফেরেন। এর ব্যাটিংয়ে এসে মুখোমুখি হওয়া দুই বলে ছক্কা ও চার মেরে খেলা শেষ করেন তরুণ পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। 

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে রোববার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :