ভারতের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৮ অক্টোবর ২০২২
ভারতের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

নারীদের এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে এ ম্যাচে প্রথমে ফিল্ডিং করবে নিগার সুলতানা জ্যোতির দল।

পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর মালয়েশিয়ার মেয়েদের উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। জয়ের ধারা বজায় রাখতে ভারতের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা।

শামিমা সুলতানার জায়গায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন লতা মন্ডল। সর্বশেষ ভারতের বিপক্ষে ২০১৮ সালের নারী এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

ওই আসরে গ্রুপপর্বের পর ফাইনালেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ওইবারই প্রথম এশিয়া কাপের শিরোপা জয়ের উল্লাশে মেতেছিল সালমা-জাহানারারা। 

এদিকে বাংলাদেশের মতো ভারতও পাকিস্তানের কাছে হেরেছে এবারের এশিয়া কাপে। বাংলাদেশের বিপক্ষে একাদশে তারা মোট তিনটি পরিবর্তন এনেছে।

নিয়মিত অধিনায়ক হারমনপ্রিত কর’কে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় অধিনায়কত্ব করবেন ওপেনার স্মৃতি মান্ধানা। শেফালি ভর্মা, কিরণ ন্যাভগিরে ও স্নেহা রানা এসেছেন একাদশে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে কুপোকাত মালয়েশিয়া

অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে কুপোকাত মালয়েশিয়া

পাকিস্তানকে হারিয়ে ‌‌‘অঘটন’ ঘটালো থাইল্যান্ডের নারীরা

পাকিস্তানকে হারিয়ে ‌‌‘অঘটন’ ঘটালো থাইল্যান্ডের নারীরা

নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি

নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি

টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ

টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ