সিলেটে ভারতের জয়রথ থামালো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৭ অক্টোবর ২০২২
সিলেটে ভারতের জয়রথ থামালো পাকিস্তান

বাংলাদেশের সিলেটে চলমান এশিয়া কাপে টানা তিন ম্যাচ জয়ে শীর্ষে ছিল ভারতীয় নারী ক্রিকেট দল। তবে নিজেদের চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের কাছে পরাস্ত হলো ভারতীয় মেয়েরা। ভারতের জয়রথ থামিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ ম্যাচে হারলেও হার রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল।

শুক্রবার (৭ অক্টোবর) দিনের দ্বিতীয় এবং আসরের ১৩তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ গড়ে পাকিস্তানের মেয়েরা। দলের পক্ষে ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠতম ফিফটি (৫৬*) হাঁকান নিডা দার।

জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তানের মেয়েরা। একই দিন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে পাকিস্তান পুরুষ দল।

ব্যাট করতে নেমে নিদা দারের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করে পাকিস্তান নারী দল। ব্যাট হাতে নিদা ৫ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া অধিনায়ক বিসমাহ মারুফের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩২ রান। বিপরীতে বল হাতে ভারতের দীপ্তি শর্মা ২৭ রানে ৩টি এবং ২৩ রানে দুটি উইকেট শিকার পূজা ভাস্ত্রাকরের।

জবাবে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হারমানপ্রিত কাউরের ভারত। শেষ দিকে খেলা জমিয়ে তুললেও উইকেটরক্ষক ও ব্যাটার রিচা ঘোষ জয় নিশ্চিত করতে পারেননি। ১ চার ও ৩ ছক্কায় ১৩ বলে ২৬ করে সাজঘরে ফিরলে ভারতের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

শেষ উইকেটে লড়াই করতে যাওয়া ভারত ২ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১২৪ রানে। পাকিস্তানের পক্ষে বল হাতে সাদিয়া এবং নিদা দার ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া ৩০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাসরা সান্ধু। ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের ব্যাটার নিদা দার।

এ জয়ে সমান চার ম্যাচে ভারতের সমান তিনটি করে জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে কুপোকাত মালয়েশিয়া

অভিষিক্ত তৃষ্ণার হ্যাটট্রিকে কুপোকাত মালয়েশিয়া

পাকিস্তানকে হারিয়ে ‌‌‘অঘটন’ ঘটালো থাইল্যান্ডের নারীরা

পাকিস্তানকে হারিয়ে ‌‌‘অঘটন’ ঘটালো থাইল্যান্ডের নারীরা

নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি

নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি

সিলেটে একই দিনে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের জয়

সিলেটে একই দিনে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের জয়