টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সপ্তাহেরও কম সময় আগে বড় ধাক্কা লাগলো দক্ষিণ আফ্রিকান শিবিরে। ইনজুরিতে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন দলটির বোলিং আক্রমণের অন্যতম ভরসা ডোয়াইন প্রিটোরিয়াস।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন প্রিটোরিয়াস। সিরিজের শেষ ম্যাচে বাম হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাচ্ছে না আফ্রিকা।
বৃহস্পতিবার (০৬ অক্টোম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া একটা টুইট বার্তায় প্রিটোরিয়াসের বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে তার বদলে কাকে নেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রিটোরিয়াসের বদলি হিসেবে আফ্রিকা দলে এসেছেন মার্কো ইয়ানসেন। বিশ্বকাপ দলেও তার ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে দল নিয়ে এই নিয়ে দুইবার ধাক্কা খেলো আফ্রিকা। এর আগে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজে আঙ্গুলের চোট নিয়ে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা ব্যাটার ভ্যান ডার ডুসেন।
চলতি বছরের ২৪ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক পর্ব পার করে আসা দলের বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
স্পোর্টসমেইল২৪/এসকেডি