ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের দার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বল হাতে অধিকাংশ বোলারই ছিলেন খরুচে। তবে ম্যাচ শেষে এই ম্যাচে অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহান দাবি করেছেন বোলাররা ভালো বোলিং করেছেন।
বাংলাদেশ দলের বোলিং আক্রমণে অন্যতম ভরসার জায়গা মোস্তাফিজুর রহমান। অথচ এই ম্যাচে তার চার ওভারে প্রতিপক্ষ তুলেছে ৪৮ রান।
হাসান মাহমুদ একটি উইকেট নিলেও চার ওভারে রান দিয়েছেন ৪২। তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ছাড়া আর কোনো বোলারই খুব একটা ভালো বল করতে পারেননি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে এই উইকেটে বাংলাদেশের বোলাররা আরেকটু ভালো বোলিং করতে পারলে পাকিস্তানকে আটকানো যেত দেড়শো রানের মধ্যে।
এই হারে অনেকেই বোলারদের উদার মনে রান দেওয়াকে দায়ী করলেও মানতে নারাজ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় এই ম্যাচে নেত্বতৃ দেওয়া সোহান। তবে ম্যাচ হেরে সবখানেই অবশ্য উন্নতির প্রয়োজনীয়তা দেখছেন তিনি।
সোহান বলেন, “উইকেট খুবই ভালো ছিল এবং বোলাররা ভালো করেছে (বোলিং)। তবে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে।”
বোলারদের নয় পাকিস্তানের বিপক্ষে হারার জন্য মাঝের ওভারে উইকেট বিলিয়ে দেওয়াকে দায়ি করছেন সোহান। তবে এ সময়ে লিটন কুমার দাস ও ইয়াসির আলী রাব্বীর প্রশংসাও করেছেন তিনি।
“মাঝের ওভারে উইকেট হারানো আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। লিটন এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। কিন্তু যেটা বললাম এখানেও আমাদের উন্নতির প্রয়োজন আছে”
রোববার (৯ অক্টোবর) স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে ওই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
স্পোর্টসমেইল২৪/এসকেডি