ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশকে এই লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান।
শুক্রবার (৭ অক্টোবর) টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে বোলিং করতে নেমেছিল বাংলাদেশ । শুরু থেকে বাংলাদেশের বোলিংয়ে চাপে ছিল পাকিস্তান। তবে পাওয়ার প্লে’তে কোনো উইকেট হারায়নি তারা।
ইনিংসের অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বোলিংয়ে এসে প্রথম বলেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
তিন নম্বরে নামা শান মাসুদ প্রথমে অস্বস্তিতে থাকলেও দ্রুতই হাত খোলা শুরু করেন। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেয়নি বাংলাদেশ। দলীয় ৯৪ রানে নাসুম আহমেদের বলে দুর্দান্ত ক্যাচ ধরে শানকে ফেরান হাসান মাহমুদ।
এরপর হায়দার আলীও দ্রুত ফিরে যান। তবে অন্যপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের স্কোরবোর্ড সচল রাখেন। শেষদিকে কেউই আর উইকেটে থিতু হতে পারেননি।
ইনিংসে শেষে ৫০ বলে সাত চার ও দুই ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে সেরা বোলার তাসকিন আহমেদ। ৪ ওভারে ৪৮ রান দিয়ে খরুচে বোলার মোতস্তাফিজ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি